পেটিএম সকল গ্রাহকদের দিচ্ছে ৫০ টাকা। আপনি কিভাবে পাবেন দেখে নিন।

৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পেটিএম তার গ্রাহকদের জন্য নিয়ে এলো এক নতুন অফার। আপনারা যারা পেটিএম ব্যবহার করেন তারা জানবেন অন্যান্য অ্যাপ, যেমন:- ফোনপে, গুগলপের তুলনায় পেটিএমে ক্যাশব্যাকের পরিমাণ অনেকটাই বেশি। এই কোম্পানি কম্পিটিশনে টিকে থাকার জন্য বারংবার গ্রাহকদের ক্যাশব্যাক সহ আরো অন্যান্য অফার দেবার মাধ্যমে নিজেদের একটি কম্পিটিটার হিসেবে তুলে ধরেছেন। এবার গ্রাহকদের জন্য সেরকমই একটি সহজ ক্যাশব্যাক অফার পেটিএম নিয়ে এলো।

পেটিএম অফারটি কি?

পেটিএম অফারটিতে বলা হয়েছে ৭৫ তম প্রজাতন্ত্রদিবস হিসেবে পেটিএম তার সকল গ্রাহককে ৫০ টাকা ক্যাশব্যাক দিতে চলেছে। অফারটি দেখবার জন্য আপনার পেটিএম অ্যাপটি ওপেন করুন এবং সবার ওপরে আপনি এই অফারের একটি পোস্টার দেখতে পাবেন। যদি আপনাকে সেই জায়গায় অফারটি না দেখায় তবে পেটিএমের ক্যাশব্যাক অপশনে গিয়ে খুঁজুন।

আরও পড়ুন:- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে NPCI লিঙ্ক না থাকলে পাওয়া যাবে না কোনো প্রকল্পের টাকা। কিভাবে করবেন লিঙ্ক জেনে নিন।

অফারটিতে আপনি কিভাবে ৫০ টাকা পাবেন।

পেটিএমের এই অফারটির লাভ ওঠাতে আপনাকে পেটিএমে থাকা অফারটির ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনাকে ৩ টি টাকা টান্ফার এবং দুটি রিচার্জ করতে হবে। এখানে আপনাদের সুবিধার জন্য বলে রাখি আপনি একই ব্যাক্তিকে তিনবার টাকা পাঠাতে পারবেন শুধু আপনি যাকে টাকা পাঠাবেন তার পেটিএম এর QR কোর্ড স্ক্যান করে তাকে টাকা পাঠাবেন। আর রির্চাজের ক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন।

Paytm cashback offer

এই দুটি কাজ সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টে সরাসরি ৫০ টাকা চলে আসবে। এখানে বলে রাখি একই সঙ্গে আপনি ৫০ টাকা পাবেন না, আপনি একটা টাস্ক পূরণ করবেন সেই সঙ্গেই আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা ক্রেডিট হয়ে যাবে। টাকাটি ৫ বারে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, প্রথম টাস্কটি পূরণ করবার পর ১০ টাকা তারপর তিনবারে ৫+৫+৫ এবং লাস্ট টাস্কটি পূরণ করার পর ২৫ টাকা। আপনি যদি পেটিএম ব্যবহার করে থাকেন তবে আর দেরি না করে এখনই অফারটির লাভ উঠান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment