নির্বাচনের মুখে জারি হলো পেট্রোল-ডিজেলের নতুন দাম। বছর দুই পর দাম কমলো পেট্রোল-ডিজেলের।

সামনেই লোকসভা নির্বাচন। বহুদিন থেকে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। যেই কথা, সেই কাজ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পেট্রোলিয়াম মন্ত্রী ট্যুইট করে জানায় যে, আজ অর্থাৎ শুক্রবার থেকে লিটার প্রতি ২ টাকা কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

বহুদিন ধরে পেট্রোল-ডিজেলের দামে কোনোরকম পরিবর্তন আসেনি। গতবার যেসময় পেট্রোল-ডিজেলের দাম কমেছিল সেটা ২০২২ সালের এপ্রিল মাস। তারপর পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও কমেনি সে দাম। গত ৭ মাস থেকে পেট্রোল-ডিজেলের দামে কোনোরকম পরিবর্তনও আসেনি।

Petrol Diesel new price

আজ সকাল থেকে গোটা ভারতের সমস্ত পেট্রোল পাম্পে নতুন দামে পেট্রোল-ডিজেল বিক্রি হওয়া শুরু হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ট্যুইটে জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি লিটার পেট্রোল-ডিজেলে ২ টাকা কমিয়ে দিয়ে আবারো প্রমান করলেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যানই তার লক্ষ্য। কিন্তু বিপরীত দলের লোকেরা এটাকে নির্বাচনী প্রচার হিসেবেই ভাবছেন।

আরও পড়ুন:- আধার কার্ড ব্যবহার করেই খোলা যাবে UPI আইডি। কিভাবে করবেন জেনে নিন।

নির্বাচনী প্রচার হোক বা কল্যান আগামী কিছুদিন পেট্রোল-ডিজেল কম দামে মিলতে চলেছে। যা সাধারণ মধ্যবিত্তের কিছুটা পকেটে টান কমাবে। বর্তমান সময়ে যে হারে জিনিসের দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে পেট্রোলের এই দাম কমাটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকে আলাদা স্থান দেবে বলে ভাবছে কেন্দ্রীয় মন্ত্রীবর্গ।

Leave a Comment