চার্জে বসালেই ফোন গরম হয়ে যাচ্ছে, হাতের মুঠোয় রয়েছে সমাধান।

গরমের দাবদহে রীতিমতো নাজেহাল বাঙালি। তবে শুধু যে গরম নিয়েই নাজেহাল তা নয়, অত্যন্ত গরমে নিজের হাতে স্মার্টফোনটি নিয়ে অধিকাংশ মানুষকেই নাজেহাল হতে হচ্ছে। অত্যাধিক গরমের কারণে স্মার্টফোন অত্যন্ত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, এমনকি ফার্স্ট চার্জার থাকলেও চার্জিং কিন্তু মোটেই ফার্স্ট হচ্ছে না, এমন একাধিক অভিযোগ বারংবার উঠে এসেছে। তবে এই সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়। কয়টি সাধারণ টিপস মেনে চললে খুব সহজেই ফোনের এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন তবে এই টিপসগুলি জেনে নেওয়া যাক,

ফার্স্ট পার্টি চার্জার: সব সময় ফাস্ট পার্টি চার্জার অর্থাৎ আপনার নিজস্ব ফোনের চার্জারটির মাধ্যমেই চার্জ করার চেষ্টা করুন। বিশেষ সমস্যা না হলে অন্য কোনো ফোনের চার্জার অথবা বাজার চলতি যেকোন কোম্পানির চার্জারের মাধ্যমে ফোন চার্জ করবেন না। আর এক্ষেত্রে মূল যে বিষয়টি নজরে রাখতে হবে তা হল, ফোনের সম্পুর্ণ চার্জ শেষ হতে দেওয়া যাবে না, সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার আগেই ফোন চার্জে বসাতে হবে।

বিশ্রাম: যদি আপনার ফোনটি বারংবার অত্যন্ত গরম হয়ে যেতে থাকে তবে ডিভাইসটিকে পর্যাপ্ত বিশ্রাম দিন। অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে তা বারংবার গরম হয়ে যায় এবং সমস্যা সৃষ্টি করতে থাকে। ফোন যদি বারংবার অত্যন্ত গরম হয়ে যেতে থাকে তবে ফোনের কভার খুলে রাখুন, এতে ফোনটি অত্যন্ত সহযে ঠান্ডা হয়ে যাবে।

আরও পড়ুন: শিক্ষকের অভাবে বন্ধ একাদশ শ্রেণীর ভর্তি, নোটিশ জারি করলো স্কুল কর্তৃপক্ষ।

প্রয়োজনের অতিরিক্ত চার্জ নয়: অনেকেই মনে করেন দীর্ঘ সময় ধরে ফোন চার্জে বসালে ব্যাটারি বহুক্ষণ চলবে, কিন্তু এই ধারণা একেবারে ভুল। প্রয়োজনের অতিরিক্ত চার্জ করা কোনমতেই উচিত কাজ নয়, এতে নানারকম বিপদের আশঙ্কা থেকে যায়। যদিও বর্তমানে প্রযুক্তির কল্যাণ তা অনেকটাই সুরক্ষিত।

জল থেকে সাবধান: কোন কারণে যদি আপনার ফোনে জল লেগে যায় তবে জল সম্পূর্ণ শুকিয়ে তারপরে চার্জে বসান। এছাড়াও চার্জে বসানোর পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার ফোনে কোন রকম ড্যামেজ নেই। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, বহু ক্ষেত্রেই দেখা যায় ফোন অত্যধিক গরম হয়ে গেলে তা চার্জ হতে বেশ খানিকটা সময় নেয়, এমনকি আপনি দ্রুত কোন কাজ করতে চাইলে তা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে অধৈর্য হয়ে বাইরে থেকে ফোনে অত্যাধিক চাপ প্রয়োগ করবেন না, সময় নিয়ে ধীরে ধীরে কাজ করুন নতুবা আপনার ডিভাইসটি খারাপ হয়ে যেতে পারে, এমনকি কোনরকম দুর্ঘটনাও ঘটতে পারে।