পিএম কিষাণের ১৬ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? জানিয়ে দিলেন সরকারি আধিকারিক।

গোটা ভারতের প্রায় ৯ কোটি কৃষক পিএম কিষাণের টাকা পেতে চলেছেন। এক বৈঠকে সরকারি আধিকারিক মনোজ কুমার গুপ্তা সেকথা জানিয়েছেন। কবে দেওয়া হবে ১৬ তম কিস্তির টাকা? কোন কোন কৃষকরা এই টাকা পেতে চলেছেন? যারা টাকা পাবার যোগ্য হয়েও টাকা পাবেন না তারা কি করবেন?

পিএম কিষাণের ১৪ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে?

গতবছর ১৫ই নভেম্বর পিএম কিষাণের ১৫ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। হিসাব অনুযায়ী, বছরে তিনবার পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন কৃষকেরা। এবছরে মার্চ মাসের মধ্যে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা দেবার কথা রয়েছে।

প্রেস কনফারেন্সে মনোজ কুমার গুপ্তা কি জানিয়েছেন?

প্রেস কনফারেন্সে মনোজ কুমার গুপ্তা অর্থাৎ যিনি ভারত সরকারের কৃষি দপ্তরের কৃষি উপদেষ্টা তিনি জানান ফেব্রুয়ারীর লাস্ট সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে পিএম কিষাণের টাকা দেওয়া হবে কৃষকদের। তিনি আরো জানান যেসমস্ত কৃষক প্রকল্প পাবার সমস্ত নিয়ম ফলো করবে তারাই কেবলমাত্র এই কিস্তির টাকা পাবে।

আরও পড়ুন:- আধার দপ্তর থেকে বাড়িতে আসছে চিঠি। সমস্যা এড়াতে কারণ এবং সমাধান জেনে নিন।

আপনি টাকা পাবেন কিনা কিভাবে জানবেন?

আপনি পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা সেটা জানার জন্য আপনাকে আপনার পিএম কিষাণের স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করবার জন্য পিএম কিষাণের অফিসিয়াল সাইট ভিজিট করে FARMERS CORNER এর আন্ডারে থাকা Know Your Status অপশনে ক্লিক করে আপনার স্ট্যাটাস চেক করুন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে আপনি এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন।

PM Kisan status check

স্ট্যাটাসে কি কি চেক করবেন?

আপনি যখন আপনার পিএম কিষাণের স্ট্যাটাস চেক করতে যাবেন তখন তিনটি বিষয় খেয়াল রাখবেন প্রথম হলো Land Seeding দ্বিতীয় হলো e-KYC স্ট্যাটাস এবং লাস্ট আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক স্ট্যাটাস। এই তিনটি পয়েন্টের পাশে যদি Yes লেখা থাকে তবে আপনি এবার পিএম কিষাণের টাকা পাবার যোগ্য এবং এর মধ্যে যদি কোনো একটিতে সমস্যা থাকে তবে সেটা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করবেন।

PM Kisan status

Leave a Comment