কলকাতা পুরনিগমে ১২৫ টি ইঞ্জিনিয়ার পদে চাকরির নিয়োগ। কারা কারা এই পদের জন্য যোগ্য তা জেনে নিন!
কলকাতা পুর নিগমে কাজের জন্য সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল / ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল) পদে ১২৫ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ: ৭৮টি (জেনাঃ ৩১, ই.ডব্রু. এস. ৮, জেনাঃ প্রতিবন্ধী ৩, তাজাঃ ১৮, তঃউঃজাঃ ৫, ও.বি.সি. এ ক্যাটেগরি ৮, ও.বি.সি.-বি ৫)। বিজ্ঞপ্তি নং: 6 of 2025.
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ : ২৮টি (জেনাঃ ১২, ই.ডব্লু.এস. ৩, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ও.বি.সি. এ ক্যাটেগরি ৩, ও.বি.সি.-বি ১)। বিজ্ঞপ্তি নং: 8 of 2025.
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): পলিটেকনিক থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ: ১৯টি (জেনাঃ ৬, ই.ডা.এস. ২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১,ও.বি.সি.-এ ক্যাটেগরি ১, ও.বি.সি.-বি ২, জেনা প্রতিবন্ধী ১)। বিজ্ঞপ্তি নং: 7 of 2025.
আরোও পড়ুন:- কৃষকদের জন্য ভারত সরকারের নতুন প্রকল্প – কীভাবে সুবিধা পাবেন?
সব পদের বেলায়ই বয়স হতে হবে ১-১-২০২৫’র হিসাবে ৩৭ বছরের মধ্যে। তপশিলী, প্রতিবন্ধী, ও.বি.সি. আর পুরসভায় কর্মরতরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে এম.সি.কিউ, টাইপের লিখিত পরীক্ষা হবে কলকাতায়। ২০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে দেড় ঘন্টা। প্রশ্ন হবে ইংরিজিতে। সফল হলে ৪০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করা হবে ঐ ওয়েবসাইটে: www.mscwb.org – দরখাস্ত করবেন অনলাইনে, ২২ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.mscwb.org এজন্য বৈধ ত্রুটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০) টাকা জমা দেবেন অনলাইনে, ঐ বিলডেস্কে। Indiaideas.com Limited (Bill Desk). টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।




