Education

কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর লাগবে এই কার্ড। না থাকলে এখনই আবেদন করুন।

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে চালু হলো নয়া নিয়ম। এবার থেকে কলেজে ভর্তির জন্য প্রয়োজন হতে চলেছে ABC ID। এমনকি এই ABC ID না থাকলে ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবেন না বলেই জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই বাংলার কলেজগুলিতে ভর্তি হওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলে একাধিক অটোনোমাস কলেজের পক্ষ থেকে এই ABC ID নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা ABC ID কি, কোন কোন ক্ষেত্রে ভর্তির জন্য ABC ID কার্ড প্রয়োজন হবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

ABC ID কি: বিগত বছর থেকেই গোটা রাজ্যের সমস্ত কলেজগুলিতে ন্যাশনাল এডুকেশন পলিসি কার্যকর করা হয়েছে। যার জেরে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বা UGC -এর তরফে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আর UGC -এর তরফে কার্যকর তেমনই এক বিশেষ নিয়ম হলো ছাত্র-ছাত্রীদের ABC ID। এক্ষেত্রে ABC ID -এর সম্পূর্ণ অর্থ হলো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি। মূলত এটি একটি ডিজিটাল পরিকাঠামো যার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্জিত একাডেমিক ক্রেডিটের রেকর্ড রাখা সম্ভব।

আরও পড়ুন: ফোনপে-গুগলপে ব্যবহার করেন? এই খবরটি না জানলে হতে পারে গোটা অ্যকাউন্ট ফাঁকা।

কোন কোন ক্ষেত্রে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের এবিসি আইডি কার্ড প্রয়োজন: UGC স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন যেকোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের ABC ID প্রয়োজন হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর UGC স্বীকৃত যেকোন স্নাতক স্তরের কোর্স, স্নাতকোত্তর স্তরের কোর্স, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স এবং পিএইচডি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ABC ID প্রয়োজন হতে চলেছে।

ABC ID update (ABC ID কার্ড)

ABC ID কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া সম্ভব: মূলত ABC ID কার্ড হল এমন একটি বিশেষ ধরনের আইডি কার্ড যার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক স্কোরের রেকর্ড রাখা সম্ভব এবং ছাত্র-ছাত্রীরা যে যে ডিগ্রী অর্জন করেছেন তার রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব। কোন বিশেষ কারণবশত ABC ID রয়েছে এমন ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হলে তা ছাত্র-ছাত্রীদের একাডেমিক ডিগ্রির ওপর কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। শুধু তাই নয়, পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকার সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই ABC ID -এর প্রয়োজন হবে।

কিভাবে বানাবেন এই ABC কার্ড: Link

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group