প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট চেক করবেন কিভাবে, জেনে নিন।

নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই সমগ্র ভারতের সাধারণ জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক বিশেষ চমক যেন সাজিয়ে রাখা হয়েছে। ইতিপূর্বে গ্যাসের দাম থেকে শুরু করে একাধিক বিষয়গুলিতে নিত্যনতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার, আর এবারে আবাস যোজনা সংক্রান্ত তেমনই এক বিশেষ খবর প্রকাশ্যে আনা হলো। নতুন আর্থিক বছর শুরু হতে না হতেই কারা আবাস যোজনার আওতায় পাকাবাড়ি পেতে চলেছেন তার তালিকা প্রকাশ করা হলো

আবাস যোজনা: সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গৃহহীন সাধারণ নাগরিকদের নিজস্ব পাকা বাসস্থান প্রদানের খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। প্রতি বছর এই আবাস যোজনার আওতায় প্রচুর সংখ্যক মানুষকে নিজস্ব পাকা বাসস্থান নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুদান প্রদান করা হয়ে থাকে।

আবাস যোজনার লিস্ট: কেন্দ্র সরকার পক্ষ থেকে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় আবেদন জানানোর বিশেষ ওয়েবসাইট কার্যকর করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য আবেদন জানিয়ে থাকে। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সমস্ত আবেদনকারীদের নথিপত্র যাচাই করে যোগ্য আবেদনকারীদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এই তালিকার আওতায় যেসমস্ত আবেদনকারীদের নাম থাকে তারাই পরবর্তীতে আবাস যোজনার আওতায় অনুদান পেয়ে থাকেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বানাতে চান? জেনে নিন বিস্তারিত।

আবাস যোজনা গ্রামীণ -এর লিস্ট চেক করার পদ্ধতি: প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, আবাস যোজনার অনুদান প্রদানের সুবিধার খাতিরে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে শহর ও গ্রামীণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত আবাস যোজনা গ্রামীণ -এর লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই আবাস যোজনা গ্রামীণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজে থাকা অপশন গুলির মধ্যে থেকে Awaassoft অপশনটি নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Reports অপশনটি নির্বাচন করে নিন।

এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা একাধিক অপশনের মধ্যে থেকে E-FMS Reports অপশনটির আওতাধীন Beneficiaries registered,accounts frozen and verified অপশনটি নির্বাচন করুন। পরবর্তীতে যোজনার নাম, আর্থিক বছর, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনার এলাকার আবাস যোজনার সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা আপনার সামনে চলে আসবে। পরবর্তীতে Download pdf অপশনে ক্লিক করলেই লিস্টটি পিডিএফ রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং তা থেকে আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন।

Awas Yojana List 2024

আবাস যোজনা শহর -এর লিস্ট চেক করার পদ্ধতি: আবাস যোজনা শহর -এর আওতাধীন অনুদান প্রাপকদের লিস্ট চেক করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোমপেজের মেনু অপশনে ক্লিক করুন এবং Search Beneficiary এর আওতাধীন Beneficiary Wise Funds Released অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং Send OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি -এর মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এর আওতায় অনুদান পেতে চলেছেন কিনা তা চেক করে নিতে পারবেন।

Pradhan Mantri Awas Yojana GraminLink
Pradhan Mantri Awas Yojana UrbanLink