মাসের শুরুতেই দাম কমলো LPG সিলিন্ডারের। গ্যাস সিলিন্ডারের নতুন দাম কত হলো জেনে নিন!

লোকসভা নির্বাচনের আবহে সমগ্র দেশব্যাপী আবারও কমলো এলপিজি গ্যাসের দাম। আজ অর্থাৎ ১ লা মে, মে মাসের প্রথম দিনেই কমানো হলো এলপিজি সিলিন্ডারের দাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে দিল্লি, মুম্বাই সহ দেশের মেট্রো শহরগুলিতে প্রায় ১৯ থেকে ২০ টাকা দাম কমেছে LPG সিলিন্ডারের। আর এই নতুন গ্যাসের দাম আজ থেকেই লাগু হতে চলেছে। কিন্তু কলকাতায় কত টাকায় বিকোচ্ছে এলপিজি গ্যাস? চলুন তবে জেনে নেওয়া যাক।

মেট্রো শহরে এলপিজির দাম: তেল বিক্রয়কারী সংস্থাগুলির সূত্র মারফত প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র দেশব্যাপী বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ১ লা মে অর্থাৎ আজ থেকে দিল্লিতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে। জার জেরে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬৪ টাকা থেকে কমে ১৭৪৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। তবে শুধু দিল্লিতে নয় মুম্বাইয়েও বাণিজ্যক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। ফলত ১৭২৭.৫০ টাকা দামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১৬৯৮.৫০ টাকায়। এক্ষেত্রে দেশের অন্যতম উল্লেখযোগ্য মেট্রো শহর চেন্নাইতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানো হয়েছে। ফলত চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ১৯৩০ টাকা থেকে কমে ১৯১১ টাকায় দাঁড়িয়েছে।

কলকাতায় গ্যাসের দাম কত: ইন্ডিয়ান অয়েলের অফিসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মারফত জানা গিয়েছে যে, কলকাতায় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ২০ টাকা। এক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭৯ টাকা থেকে কমে ১৮৫৯ টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিদ্যুতের বিল দেখে মাথায় হাত? এই পদ্ধতি গুলো অবলম্বন করলে বিদ্যুতের বিল আসবে অর্ধেক।

লাভবান হবেন সাধারণ মানুষ: এই সমস্ত বাণিজ্যিক সিলিন্ডারগুলি মূলত হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে সহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থায় ব্যবহার করা হয়ে থাকে। আর এই লোকসভা নির্বাচনের আবহে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলে আগামী দিনে হোটেল, ক্যাফে সহ রেস্টুরেন্টের ক্ষেত্রেও খরচ বেশ খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে যার ফলে লাভবান হবেন সাধারণ মানুষও।

দাম কমেনি রান্নার গ্যাসের: লোকসভা নির্বাচনের আবহে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়নি। বর্তমানে দিল্লিতে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা, অন্যদিকে কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। মুম্বাইতে ৮০২.৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে, আবার চেন্নাইতে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৮১৮.৫০ টাকা। সমগ্র দেশের মেট্রো শহরগুলিতে ৮০০ টাকার চেয়েও বেশি দরে ১৪ কেজির গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত সুবিধাভোগীরা ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা অধিক ছাড় পাচ্ছেন, আর তাতেই এই মূল্যবৃদ্ধির আবহেও উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলাদের মুখে হাসি ফুটেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now