৫ ই মে থেকে বৃষ্টি নামবে এই কয়টি জেলায়। তীব্র গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী।

Follow Google News

বাংলা নববর্ষ শুরু হওয়ার সাথে সাথেই সমগ্র রাজ্যব্যাপী তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গরমের তীব্র দাবদাহের সাথে তাপপ্রবাহ পরিস্থিতিকে আরো ভয়ংকর করে তুলেছে। আর এই পরিস্থিতিতে কবে থেকে বৃষ্টি হতে পারে তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন রাজ্যের সাধারণ জনগণ। যার জেরে আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে তা সংক্রান্ত বিবৃতি দিলেন স্বয়ং আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট: আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা অনুসারে, আগামী ৫ দিন ধরে সমগ্র বাংলাব্যাপী গরমের দাপট অব্যাহত থাকবে। তবে শুধু গরম নয়, গরমের সঙ্গে চলবে তাপপ্রবাহও। আবহাওয়া দপ্তরের তরফে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই সাতটি জেলাতে তীব্র তাপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। সুতরাং বর্তমানে সমগ্র রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না।

তাপ প্রবাহ: আবহাওয়া দপ্তরের আপডেট অনুসারে, আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ৪১.৩ সেলসিয়াস। শুধু তাই নয়, এর সঙ্গে বজায় থাকবে তাপপ্রবাহও। চলতি বছরের এপ্রিল মাসে এই নিয়ে তাপপ্রবাহের চতুর্থ স্পেল চলছে, যা অতীতে কোনদিন ঘটেনি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিল মাসে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহের নজির দেখা গিয়েছে। কিন্তু এই বছরে তা চতুর্থ স্পেলে পৌঁছেছে, আর তাতেই আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শঙ্কা বাড়ছে।

আরও পড়ুন: শিক্ষকের চাকরি বাতিলের পর ১ লক্ষ শূন্যপদ ঘোষণা মুখ্যমন্ত্রীর। চাকরি পাবে লোকাল ছেলে-মেয়েরা।

বৃষ্টির বার্তা: জানা গিয়েছে যে, খুব শীঘ্রই সাগর থেকে বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে আর তাতেই ৫ ই মে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৫ ই মে তারিখের আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বৃষ্টির ফলে তাপপ্রবাহ কোনরকম প্রভাব পড়বে না। অর্থাৎ বর্তমানে বৃষ্টি হলেও গরম অব্যাহতই থাকবে।

কোন কোন জেলাতে বৃষ্টি হবে: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ৫, ৬ এবং ৭ই মে তারিখে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। তীব্র গরমে কালবৈশাখীর অনুপ্রবেশ ঘটলেও সাময়িকভাবে এই গরমে থেকে রেহাই মিলবে বলেই মনে করা হচ্ছে, কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

string(132) ""