উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

আপনি কি চাকরি খুঁজছেন। তবে আপনার জন্যে সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্যের পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের মহিলা-পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদ কয়টি, আবেদন পদ্ধতি কি, আবেদন করতে কি যোগ্যতা লাগবে, আবেদনের সময়সীমা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

এমপ্লয়মেন্ট নম্বর : 3/2024

পদের নাম : স্যানিটারি ইন্সপেক্টর (Sanitary Inspector)

শূন্যপদ : মোট শূন্যপদের সংখ্যা ১৯ টি।

Municipality Job

বয়সসীমা : এই পদে আবেদন করার জন্যে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জানুয়ারি, ২০২৪ তারিখের পরিপ্রেক্ষিতে।

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনে করার জন্যে আবেদনকারী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া স্যানিটারি ইন্সপেক্টর ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন : এই পদে চাকরি করলে মাসে ২৮,৯০০ টাকা বেতন পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি : এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময়ে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুন : কাপড়ের ব্যবসা কিকরে শুরু করবেন? রইলো গুরুত্বপূর্ণ কিছু টিপস্।

আবেদন ফি : এই পদে আবেদন করার জন্যে অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ : এই পদের জন্যে আগামী ১৯শে এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Official WebsiteLink
Official NotificationLink

নিয়োগ পদ্ধতি : এই পদের জন্যে নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথম ধাপে ২০০ নম্বরের ওএম‌আর (OMR) বেসড পরীক্ষা ও দ্বিতীয় ধাপে ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এই দুই ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Leave a Comment