সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে শিক্ষক নিয়োগ। হাতে সময় আর মাত্র ২ দিন।

বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এমন বহু চাকরিপ্রার্থী রয়েছেন যারা ভবিষ্যতের শিক্ষকরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আর এই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গের Bikash Bharati Blooms Day School এর তরফে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আমরা কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, আবশ্যক যোগ্যতা সহ একাধিক বিষয় সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছে।

পদের নাম – অ্যাসিস্ট্যান্ট টিচার

শূন্যপদ – ৪ টি ( অংক-১ টি, ইংরেজি-১ টি, ফিজিক্স-১ টি, কেমিস্ট্রি-১ টি)

আবশ্যক যোগ্যতা – উক্ত স্কুলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে বি.এড থাকা আবশ্যক। এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, যেসকল চাকরিপ্রার্থীরা ইতিপূর্বে CBSE বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন তাদের অধিক প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি চাকরি-প্রার্থীদের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি যে, উক্ত বিদ্যালয়ের তরফে কোনোরূপ বয়সসীমা উল্লেখ করা হয়নি। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া – বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুলের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেইল অ্যাড্রেসে আপনার CV পাঠাতে হবে। আবেদনের ক্ষেত্রে আবশ্যক ইমেইল অ্যাড্রেস- dayschool1971@gmail.com। উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি যথেষ্ট মনোযোগ সহকারে ভালো করে পড়ে নেবেন।

আরও পড়ুন – প্রতি ব্লকে ব্লকে তৈরি হবে VIP সরকারি স্কুল। কেন্দ্র সরকার চালু করলো PM Shri Schools প্রকল্প।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি – বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কোনরূপ ফি -এর কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ চাকরি-প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন।

আবেদনের সময়সীমা – উক্ত স্কুলটির তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, বিগত ৩০ শে মার্চ অর্থাৎ ৩০/০৩/২০২৪ তারিখ থেকে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে এবং আগামী ৭ ই এপ্রিল অর্থাৎ ০৭/০৪/২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।

অফিসিয়াল নোটিফিকেশন –

Bikash Bharati Blooms Day School Recruitment

বর্তমানে পশ্চিমবঙ্গ ব্যাপী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে তাতে স্বভাবতই রাজ্যব্যাপী চাকরিপ্রার্থীরা যথেষ্ট চিন্তায় রয়েছেন। এমতাবস্থায় আপনিও যদি আগামীতে নিজেকে শিক্ষক রূপে প্রতিষ্ঠিত করতে চান তবে উপরোক্ত শূন্যপদগুলির জন্য অবশ্যই আবেদন করতে পারেন।