Rule Change From July: জুলাই মাস থেকে বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম, আরও নতুন নিয়ম আসছেজুলাই মাস থেকে বদলে যাচ্ছে lpg গ্যাসের দাম, আরও নতুন নিয়ম আসছে

Rule Change From July: প্রত্যেক মাসের প্রথম থেকেই কিছু না কিছু নিয়মে পরিবর্তন আসে। ইতিমধ্যেই শেষ হতে চলেছে জুন মাস। হাতে আর মাত্র বাকি দুই দিন। এরপরেই শুরু হবে জুলাই। জানা যাচ্ছে জুলাইয়ে বদলে যাবে একাধিক নিয়ম।

কী কী নতুন নিয়ম প্রকাশ্যে আসছে? সবাইকে কি এই নিয়ম মানতে হবে? নিয়মে বদলের তালিকায় রয়েছে জিএসটি, ব্যাংকিং, আধার কার্ড, ক্রেডিট কার্ড, আইপিসি আইন, বিএনএস সিস্টেম এবং আরো অনেক কিছু। এমনকি ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেমেও আসছে বড়সড় বদল।

এলপিজি সিলিন্ডারের দামে বদল

আগামী মাস থেকে এলপিজি সিলিন্ডারের দামই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত জুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ছিল। গ্যাস সিলিন্ডারের দাম কমে নাকি বারে সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে বসে রয়েছেন প্রত্যেকটি মানুষ।

Leave a Comment