শ্রাবন্তী সুইমিংপুলে আগুন লাগালেন সঙ্গে কারা জেনে নিন ?

কলকাতার এক বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে নিয়ে দিনের পর দিন চর্চা বেড়ে চলেছে। অভিনেত্রীর কাজ নিয়ে যতটা চর্চা না হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে আরো বেশি সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব চলছে। একের পর এক ছবি থেকে ভিডিও ভাইরাল হয়েছে শ্রাবন্তীর এবং তাকে ঘিরেই প্রচুর চর্চা রয়েছে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তদের মুখে।

আরো একবার শ্রাবন্তীর নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ঝলক আমরা দেখতে পারবো আজকের এই আর্টিকেলের মধ্যে দিয়ে | কাছের এক মানুষের সাথে এক বেলা জলে ডুবে থাকতে দেখা গিয়েছে নায়িকা শ্রাবন্তীকে। এই সুইমিংপুলে একজন নয় সঙ্গে রয়েছে দুইজন তার কাছের প্রিয় মানুষ তোদের মনে এটা প্রশ্ন জাগছে তবে কি ফ্যাট প্রেমে পড়তে চলেছে নায়িকা শ্রাবন্তী

দামটাই তো শ্রাবন্তী নামেই তো ভাইরাল রয়েছে তবে খবরের প্রথম পাতায় তো আসবেই তার কীর্তি কাহিনী এই গরমে দবদবে রোদের হাত থেকে বাঁচতে শ্রাবন্তী সুইমিং পুলের ঠান্ডা জলের মজা নিতে তার ছোটবেলার বান্ধবী ও নিজের দিদি একসঙ্গে সুইমিংপুলে স্নান করতে দেখা গিয়েছে। তার বড় দিদির নাম হলো স্মিতা চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী ভীষণই কাজের বন্ধু সঞ্চারী চক্রবর্তী | আর এই ছবিটি ভাইরাল করেছে তার বান্ধবী সঞ্চারী চক্রবর্তী | 

তিনি শুধু সুইমিং পুলের সঙ্গীই নয় তার সঙ্গে বিভিন্ন সফরে তাকে দেখা গেছে একসঙ্গে করতে। কত বছর দেবী চৌধুরী সিনেমাটির শুটিং ছেড়ে যখন তিনি তারাপীঠে পুজো করতে গিয়েছিল তখনই সঞ্চারী চক্রবর্তীকে তার সঙ্গে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। তারাপীঠে হোটেলে থেকে বন্ধুর সাথে ছবিও পোস্ট করেছে শ্রাবন্তী দুজনার এত বন্ধুত্ব দেখে মুগ্ধ হয়েছে জনতা ও ভক্তগণ |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment