স্বল্প পুঁজিতে শুরু করুন এই ৪ টি ব্যবসা। সামান্য টাকা ইনভেস্টমেন্টে আয় করুন ভালো পরিমাণ টাকা।

ব্যবসা করতে সকলেই আগ্রহী, কিন্তু বাংলার মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ব্যবসা করতে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে বেশি পুঁজি নিয়ে ব্যবসায় নামলে ব্যবসা বন্ধ হবার সুযোগ বেশি থাকে। কারণ যখনই ব্যবসায় লস হয় তখনই মালিক ব্যবসা বন্ধ করার উদ্যোগ নেই। সেদিক দিয়ে দেখলে কম পুঁজির ব্যবসা গুলোয় এই ভয়টা অনেকটা কম থাকে কারন সেক্ষেত্রে ব্যবসার পুঁজি সামান্য পরিমাণ থাকে। আজ আমরা এমন ৪ টি ব্যবসা নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি নিজের বাড়িতে খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন।

পোলট্রি ফার্ম:-

আপনার যদি কিছু পরিমাণ জমি থাকে বা আপনার বাড়ির জায়গা যদি বড়ো হয় তবে আপনি একটি ছোট্ট ফার্ম বানিয়ে পোলট্রির ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করতে আপনার ২০ থেকে ৩০ হাজার টাকার মতো প্রয়োজন পরবে এবং আপনি বিভিন্ন কোম্পানির থেকে পোলট্রির বাচ্চা কিনে সেগুলো আপনার ফার্মে বড়ো করতে পারেন এবং অবশেষে সেগুলো বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারেন।

Poultry Farm

গোট ফার্মিং:-

আপনার বাড়ি যদি গ্রামে হয় এবং আপনার বাড়ির চারিপাশে যদি বেশ ভালো ঘাস পাওয়া যায় তবে আপনি ছাগলের বাচ্চা বড়ো করে ভালো টাকা উপার্জন করতে পারেন। সর্বপ্রথম হাট থেকে ছাগলের বাচ্চা কিনে সেগুলোকে খাইয়ে দাইয়ে বড়ো করতে হবে এবং আপনি যতটা ভালো খাবার দেবেন ছাগলের শরীরও সেই অনুযায়ী বাড়বে। মনে রাখবেন, ছাগলের বাচ্চা ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে আপনি কিনতে পারবেন এবং একটি বড়ো ছাগলের মূল্য ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।

Goat Farm

ফিস ফার্মিং:-

আপনার যদি নিজস্ব পুকুর থেকে থাকে বা আপনি অন্য কারোর পুকুর ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার লাভের পরিমাণ অনেকটা বেশি হবার সাথে সাথে এই ব্যবসায় বিনিয়োগের পরিমাণও অনেকটা বেশি। এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে ১ থেকে দেড় লাখ টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে এবং ব্যবসায় নামার আগে এই ব্যবসা সম্বন্ধে সমস্ত তথ্য আগে ভালো করে জেনে নিতে হবে। সঠিক ভাবে এই ব্যবসা করতে পারলে বছরে আপনি ২০% থেকে ৫০% পর্যন্ত লাভ করতে পারবেন।

Fish Farm

মুদিখানার ব্যবসা:-

মুদিখানার ব্যবসাকে সমস্ত ব্যবসার গুরু বলা হয় এর কারণটা খুব সাধারণ। এখনও পর্যন্ত এমন খুব কম উদাহরণই দেখা গিয়েছে যেখানে মুদিখানার ব্যবসায় লস হয়েছে। আপনাকে সবার প্রথমে একটি জনবহুল এলাকা খুঁজে বের করতে হবে এবং সেখানে খুব কম পুঁজিতে সামান্য মাল তুলে ব্যবসা শুরু করতে হবে। মুদিখানার ব্যবসায় লাভের শতকরা হার ১০% থেকে ২০% হলেও এই ব্যবসা সারাবছর চলে এবং ভবিষ্যতে আপনার সেল বাড়লে আপনি এই ব্যবসাকে বড়ো করতে পারবেন। মূলত মুদিখানার ব্যবসায় প্রথমে ইনভেস্টমেন্ট করতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো এবং তারপর মাল বিক্রির সাথে সাথে আপনার টাকা উঠে আসে।

Grocery Shop

ওপরে উল্লেখ করা ব্যবসাগুলোর মধ্যে পোলট্রি ফার্মিং, গোট ফার্মিং এবং ফিস ফার্মিং এর ব্যাবসা শুরু করার পূর্বে আপনাকে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং আপনি আপনার স্থানীয় BDO অফিস থেকে সম্পূর্ন বিনামূল্যে পেয়ে যাবেন।

Leave a Comment