লক্ষ্মীর ভান্ডারের মে মাসের টাকা দেওয়ার তারিখ জানালো রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। এর আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বানানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিগত এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডাদের বর্ধিত ভাতা পেয়েছিলেন রাজ্যের গৃহলক্ষ্মীরা। তবে লোকসভা নির্বাচনের আবহে কবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত মহিলারা। আর তাতেই এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে খোদ রাজ্য সরকারের পক্ষ থেকে।

কবে মিলবে লোকের ভান্ডারের টাকা: লোকসভা নির্বাচনের কারণে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ব্যাপী সাজো সাজো রব। আর তাতেই প্রচুর সংখ্যক মানুষ মনে করেছিলেন যে, রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য যে যে প্রকল্পের অনুদান প্রদান করা হয়ে থাকে তার টাকা মে মাসের মাঝামাঝি সময়ে দেওয়া হবে। কিন্তু এই সমস্ত ধারণাকে উড়িয়ে দিয়ে নবান্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের কারণে কোনভাবেই লক্ষ্মীর ভান্ডার কিংবা অন্য কোন প্রকল্পের টাকা ট্রান্সফারের প্রক্রিয়া পিছনো হবে না। বরং চলতি মে মাসের ১ তারিখ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের অনুদান প্রদান করা হবে। অর্থাৎ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডারের অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: পুরোনো নোটের দিন শেষ, বাজারে আসবে নতুন ১০ টাকা ও ১০০ টাকার নোট।

কারা পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা: যে সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টের KYC সংক্রান্ত কোনরূপ সমস্যা নেই তারাই লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পাবেন এমনটাই জানানো হয়েছে। তবে আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অনুদান না পেয়ে থাকেন তবে চিন্তা করবার কোন কারণ নেই। ইতিমধ্যেই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলেও সমগ্র রাজ্যের প্রায় ১১ লক্ষ মহিলার একাউন্টে ভাতার টাকা ট্রান্সফার করতে বেশ খানিকটা সময় প্রয়োজন হয়ে থাকে, সুতরাং আপনার অ্যাকাউন্টে যদি কোনরকম সমস্যা না থেকে থাকে তবে আপনিও চলতি মাসে ১০ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

কিভাবে জানবেন অনুদান পেলেন কিনা: লক্ষ্মীর ভান্ডারের অনুদান পেয়েছেন কিনা তা বাড়িতে বসেই জানার জন্য আপনাকে প্রথমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসের ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login -এ যেতে হবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের হোম পেইজে থাকা Track Applicant Status অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর অথবা মোবাইল নম্বর কিংবা অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Search অপশনে ক্লিক করতে হবে।

Lakshmir Bhandar status check

Search অপশনে ক্লিক করলে আপনি আপনার নাম, Beneficiary ID, Application ID সহ অন্যান্য তথ্যগুলি দেখতে পাবেন, এক্ষেত্রে উক্ত পেজে থাকা Payment Status অপশনে ক্লিক করলেই চলতি মাস অর্থাৎ এই মে মাসের টাকা আপনার একাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার ব্যাংকের পাস বই আপডেট করলেও জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের অনুদানের টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা।

Lakshmir Bhandar status check – Link

Lakshmir Bhandar Portal – Link