ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ মেটাতে নতুন স্কলারশিপ চালু করল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের অনগ্রস্ত শ্রেণি কল্যাণ বিভাগের অন্তর্গত একটি বিশেষ স্কলারশিপ হল মেধাশ্রী স্কলারশিপ। মূলত ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান এবং তাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা মেধাশ্রী স্কলারশিপে আবেদনের পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আজকের এই প্রতিবেদনে মেধাশ্রী স্কলারশিপের অধীনে অনুদানের পরিমাণ এবং এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।

মেধাশ্রী স্কলারশিপ কি: পশ্চিমবঙ্গে বসবাসকারী OBC সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে উৎসাহ প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ স্কলারশিপ হলো মেধাশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর একটি নির্দিষ্ট অংকের অনুদান প্রদান করা হয়ে থাকে। ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কুল ছাড়ার প্রবণতা বন্ধ করার জন্যই মূলত এই স্কলারশিপ কার্যকর করা হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে PNB -এর এই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট, বড় ঘোষণা করল ব্যাংক।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা: রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদেরই এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হয়ে থাকে। শুধু তাই নয়, মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরাই মেধাশ্রী স্কলারশিপের অনুদান পাবেন। তবে মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হওয়া আবশ্যক। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্য কোন স্কলারশিপ বা কোনো বেসরকারি স্কলারশিপের আওতায় অনুদান পেলে ছাত্র-ছাত্রীরা মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাবেন না।

অনুদানের পরিমাণ: রাজ্য সরকারের তরফে মেধাশ্রী স্কলারশিপের আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর ৮০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। তবে কোনো ছাত্র অথবা ছাত্রী যদি একটি ক্লাসে উত্তীর্ণ হতে না পারে এবং একই ক্লাসে দুইবার পড়াশুনা করে তাহলে উক্ত ছাত্র অথবা ছাত্রীটি স্কলারশিপের সুবিধা পাবেন না। পরবর্তীতে নতুন ক্লাসে উত্তীর্ণ হলে তাকে পুনরায় এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: ছাত্র-ছাত্রীরা দুয়ারে সরকারে ক্যাম্পের মাধ্যমে মেধাশ্রী স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারের তরফে কার্যকরী বিশেষ ওয়েবসাইট https://www.wbmdfc.org/ এর মাধ্যমেও এই স্কলারশিপের আওতায় নিজের নাম অধিভুক্ত করতে পারবে।

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)

আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি:
১. আবেদনকারী শিক্ষার্থী বা তার বাবা-মায়ের ওবিসি সার্টিফিকেট।
২. আবেদনকারীর ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য।
৩. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৪. শিক্ষার্থীর আধার কার্ড।
৫. বৈধ মোবাইল নম্বর।

অফিসিয়াল ওয়েবসাইট – Link