Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

Sukanya Samriddhi Yojana: এবার মেয়ের বাবার সম্পূর্ণ চিন্তা থেকে মুক্ত,সহজ হবে বিয়ে ও উচ্চশিক্ষা

WhatsApp Image 2024 08 15 at 8.38.45 AM

Sukanya Samriddhi Yojana: দেশের জনগোষ্ঠীর প্রত্যেকটি দিকে নজর দিয়ে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প (Investment Scheme) সূচনা করে কেন্দ্রীয় সরকার। আর এই সমস্ত প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত জনগোষ্ঠীর নির্দিষ্ট মানুষেরা বিনিয়োগের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। সেই দিকে নজর দিয়েই কেন্দ্রীয় সরকার দেশের কন্যা সন্তানদের জন্য এটি বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক হলো, কন্যা সন্তানের নির্দিষ্ট বয়সে একটি থোক অংকের টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

প্রকল্পটির নাম– সুকন্যা সমৃদ্ধি যোজনা, Sukanya Samriddhi Yojana (SSY)

সুকন্যা সমৃদ্ধি যোজনা যেকোনো কন্যা সন্তানের পিতা-মাতা ব্যাংক বা পোস্ট অফিসে খুলতে পারেন। Sukanya Samriddhi Yojana অ্যাকাউন্ট খুলতে গেলে যে কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলা হবে, তার বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং পিতা-মাতার মধ্যে যিনি এই অ্যাকাউন্ট খুলবেন, তার নির্ধারিত ডকুমেন্টস জমা দিতে হবে। SSY Scheme অ্যাকাউন্টসের মেয়াদ ২১ বছর। একজন কন্যা সন্তানের বয়স ১০ বছর পর্যন্ত হলে তার নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

SSY Scheme Account খুললে বিনিয়োগ করতে হবে ১৫ বছর। সেক্ষেত্রে কন‍্যার যে বয়সে অ্যাকাউন্ট খোলা হবে, সেই বয়স থেকে ২১ বছর বয়স পর্যন্ত ধরা হবে। প্রতি বছর ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে। কন্যা সন্তানের বয়স যখন ২১ বছর হবে, তখন কেন্দ্রীয় সরকার ওই এসএসওয়াই অ্যাকাউন্টে ১৫ বছর বা নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করা টাকার উপরে সুদ সমেত টাকা প্রদান করবে। ১৫ বছর টাকা জমা করলে কন্যা সন্তানের ওই অ্যাকাউন্টে বাকি ৬ বছর টাকা জমা দেবে কেন্দ্রীয় সরকার।

সুকন্যা সমৃদ্ধি যোজনার বিশেষত্ব হলো, একটি কন্যা সন্তানের বয়স যখন ২১ বছর হবে, তখন তার উচ্চশিক্ষা বা বিবাহের কারণে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সেখানে এই টাকা তার আর্থিক চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবে। সেই লক্ষ্যেই কেন্দ্রের পক্ষ থেকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এই মুহূর্তে SSY অ্যাকাউন্টে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ₹ 1000 জমা করলে আপনি কত পাবেন ?

প্রতি মাসে 1000 টাকা জমা দেওয়ার পর 1 বছরে মোট পরিমাণ12,000 /  টাকা
15 বছরে মোট জমা করা পরিমাণ1,80,000/-টাকা
21 বছরের জন্য জমা করা পরিমাণের উপর মোট সুদ3,29,000/- টাকা
মেয়াদপূর্তিতে প্রাপ্ত মোট পরিমাণ5,09,212/- টাকা

সুকন্যা যোজনায় ₹2000 জমা করলে আপনি কত পাবেন ?

প্রতি মাসে 1000 টাকা জমা দেওয়ার পর 1 বছরে মোট পরিমাণ24,000/- টাকা
15 বছরে মোট জমা করা পরিমাণ3,60,000/- টাকা
21 বছরের জন্য জমা করা পরিমাণের উপর মোট সুদ6,58,425/- টাকা
মেয়াদপূর্তিতে প্রাপ্ত মোট পরিমাণ10,18,425/- টাকা

সুকন্যা যোজনায় ₹5000 জমা করলে আপনি কত পাবেন ?

প্রতি মাসে 1000 টাকা জমা দেওয়ার পর 1 বছরে মোট পরিমাণ60,000/- টাকা
15 বছরে মোট জমা করা পরিমাণ9,00,000/- টাকা
21 বছরের জন্য জমা করা পরিমাণের উপর মোট সুদ16,46,062/- টাকা
মেয়াদপূর্তিতে প্রাপ্ত মোট পরিমাণ25,46,062/- টাকা

সুকন্যা যোজনায় ₹ 10000 জমা করলে আপনি কত পাবেন ?

প্রতি মাসে 1000 টাকা জমা দেওয়ার পর 1 বছরে মোট পরিমাণ1,20,000/- টাকা
15 বছরে মোট জমা করা পরিমাণ18,00,000/- টাকা
21 বছরের জন্য জমা করা পরিমাণের উপর মোট সুদ33,30,307/- টাকা
মেয়াদপূর্তিতে প্রাপ্ত মোট পরিমাণ51,03,707/- টাকা

এবার দেখে নেওয়া যাক, SSY অ্যাকাউন্ট ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই করুন না কেন, এর অনলাইন স্টেটমেন্ট বা আপডেট কিভাবে করতে পারবেন? প্রথমেই মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই এসএসওয়াই অ্যাকাউন্ট খুললে অফলাইনে আপডেট করলেই অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক জমা হচ্ছে কিনা, অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার যদি অনলাইনে আপডেট দেখতে চান, তাহলে ব্যাংক এবং পোস্ট অফিস দুই ক্ষেত্রে ভিন্ন ধরনের নিয়ম রয়েছে।

স্কিমের ফর্ম এর জন্যক্লিক করুন
সুদের হারের জন্যক্লিক করুন 

ব্যাংকের ক্ষেত্রে Online Statement দেখতে হলে প্রথমে Internet Banking সিস্টেমে লগইন করতে হবে। সেখানে হোমপেজে গিয়ে SSY অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করলেই স্টেটমেন্ট বা আপডেট দেখা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইটলিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *