জীবন্ত সাপ গলায় পেচিয়ে ট্রেনের মধ্যে দেদার ব্যবসা এক যুবকের! ভিডিও প্রকাশ হতেই হইচই সোশ্যাল মিডিয়ায়
ট্রেনের মধ্যে বিভিন্ন রকম জিনিস বিক্রি করতে উঠতে দেখা যায় বিভিন্ন রকম হকারদের। এছাড়াও ট্রেনের মধ্যে ভিক্ষে করার জন্য অনেকেই গান গেয়ে বা খেলা দেখিয়ে অর্থ সংগ্রহ করে। অনেক ব্যক্তিকেই দেখা যায় বিভিন্ন রকম দেব-দেবীর নামে অর্থ সংগ্রহ করে থাকে ট্রেনের যাত্রীদের কাছ থেকে। তবে এবার একদম ভিন্ন কায়দায় ব্যবসার ফন্দি বের করেছে এক যুবক। রীতিমতো এই ভিডিও প্রকাশ হতেই সোশ্যাল মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও সোশাল মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের মধ্যে ক্ষুব্ধতা লক্ষ্য করা গিয়েছে।
ঘটনাটি হয়েছে আহমেদাবাদ সবরমতী এক্সপ্রেস ট্রেনে। যাত্রীদের কাছ থেকে শোনা যায়, ট্রেনের মধ্যে হঠাৎ করে একটি যুবক গলায় জীবন্ত সাপ পেঁচিয়ে উঠে পড়ে। আর তারপরেই সাপের ভয় দেখিয়ে ট্রেন যাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। মানুষকে ভয় দেখিয়ে অর্থ সংগ্রহ করার এই নতুন ব্যবসার কৌশল দেখে ট্রেন যাত্রীদের মধ্যে ভয় প্রকাশ পেয়েছে। রীতিমত তারা আতঙ্কিত হয়ে পড়েছিল।
ট্রেন যাত্রীদের মধ্যে কেউ কেউ এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেওয়ার ফলে তা তুমুল ভাইরাল হয়ে যায়। এবং এই ঘটনার ব্যাপক নিন্দা করেছেন নেটিজেনরা। সাধারণ মানুষকে এরকম ভয় দেখিয়ে অর্থ সংগ্রহ করার ব্যবসায়িক কৌশলকে তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
ট্রেনের মধ্যে শুধুমাত্র বয়সে বড় ব্যক্তি থাকেন তা নয়, অনেক ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তিরা থাকেন। এইরকম জীবন্ত সাপ নিয়ে ভয় দেখানোতে তাদের শারীরিক হেনস্তার শিকার হতে হয়েছে জানিয়েছেন ওই ট্রেনের যাত্রীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ সবরমতী এক্সপ্রেসে। সেই ট্রেনেই জ্যান্ত সাপ গলায় পেচিয়ে এক যুবক ট্রেনে উঠে বিভিন্ন কামরায় গিয়ে গিয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছিলেন। অনেক ব্যক্তি ভয় পেয়ে নিজের থেকেই টাকা দিয়ে দিচ্ছিলেন সেই যুবককে। যদি কোন ব্যক্তি টাকা দিতে না চেয়েছিলেন, তাকে সেই যুবক আরও বেশি করে ভয় দেখাচ্ছিলেন। এই ভিডিও প্রকাশ হতেই সোশ্যাল মাধ্যমে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসে। অনেকেই বলেন, বড়লোক হওয়ার নতুন ব্যবসা, অনেক সাধারণ নাগরিক এই ঘটনার জন্য ভারতীয় রেলকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করেন, অনেক ব্যক্তিদের মধ্যে আবার ট্রেনে চলার ভীতি প্রকাশ করতে দেখা যায়।
অন্যদিকে এই ভিডিও রেলের তরফে দেখার পর থেকেই ওই যুবকের ব্যাপারে আরো তল্লাশি চালানো হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে সেই যুবক কোথা থেকে এই ট্রেনে উঠেছে, এবং এই ব্যবসা কবে থেকে শুরু করেছে এছাড়াও এই ব্যবসার সঙ্গে আরও অন্যান্য কেউ যুক্ত আছেন কিনা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে।
প্রসঙ্গত, ট্রেনের কামরায় সাপের উপদ্রব এই প্রথম নয়, এর আগেও ভোপাল থেকে জব্বলপুরগামী জন শতাব্দী এক্সপ্রেসের সি-ওয়ান কামরার তাকে এক ট্রেন যাত্রী ব্যাগ রাখতে গিয়ে তার কানে ফোঁস ফোঁস শব্দ আসে, তারপর একটু খোঁজ করতেই দেখা মেলে এক সাপের। এরপরেই ট্রেনের কামরায় হুলস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েকদিন আগের এই ভিডিও সোশ্যাল মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছিল। এই ঘটনার পরে ভারতীয় রেলের তরফ থেকে আরো ট্রেনগুলোতে বেশি নজরদারির ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়। যদিও ট্রেনের মধ্যে একাধিকবার সাপের ঘটনায় যাত্রীদের সমস্যার কথা শোনা যায়। তবে এই প্রথম কোন জীবন্ত সাপকে গলায় পেচিয়ে কোন যুবককে যাত্রীদের ভয় দেখিয়ে টাকা উপার্জনের সহজ পথ অবলম্বন করতে প্রথম দেখা গেল। এই বিষয়টিকে নিয়ে তাই ভারতীয় রেল তৎপর হয়ে পড়েছে এই বিষয়টি ব্যাপারে খোলসা করার জন্য।
ট্রেনের মধ্যে এমন সাপের ভয় দেখানোর ব্যবসার জন্য ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক বাসা বেধেছে, যার ফলে অনেকেই ট্রেন সফর করতে আতঙ্কবোধ করছেন।




