Job News

WBPSC Clerkship Exam Date: ফ্লাক্সি পরীক্ষার ডেট ঘোষণা করল কমিশন, অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখে নিন ?

পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট আপডেট পশ্চিমবঙ্গ ক্লার্ক পরীক্ষা যার জন্য লক্ষাধিক পরীক্ষার্থী অপেক্ষায় ছিলেন অবশেষে তাদের সেই অপেক্ষায় থাকার দিন শেষ এমনটা জানিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার তারিখ অবশেষে ঘোষিত করা হলো। 

 WBPSC Clerkship Exam 2024 Date Announced: পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ঘোষিত

ক্লার্কশিপ পরীক্ষার আবেদন করা হয়েছিল 2023 সালের ৮ই ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। এখানে মোট ৬৪ হাজার 05 ছিল কিন্তু পরীক্ষা কবে হবে সেই নিয়ে কোন বিস্তারিত সিডিউল দেওয়া হয়নি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য সমস্তটি পরীক্ষার বিস্তারিত ক্যালেন্ডার ও আবেদনের তথ্য প্রকাশ করেছে কমিশন যে ১৬ই এবং ১৭ই নভেম্বরে ক্লার্কশিপ পরীক্ষা হবে। WBPSC Clerkship Exam Date

পরীক্ষার সিফট ও বিজ্ঞপ্তিঃ এখানে দুইটি শিফটে দুই দিন ধরে পরীক্ষা নেওয়া হবে টোটাল আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার এত বিশাল অংকের পরীক্ষার্থীর জন্য দুটি শিফটে পরীক্ষা সূচি করা হয়েছে।

Clerkship (Part-1) Examinations 2023-202416th and 17th November 2024
WBPSC Exam Cleaner & Notification PDFDownload

ক্লার্কশিপ পরীক্ষা পাস করলে কোন কোন পদে যাওয়া যায় ?

ক্লার্ক মানে আমরা সকলেই জানি কেরানি অফিসের যে সমস্ত কাজের জন্য কেরানির প্রয়োজন হয় সেই সমস্ত দপ্তরে আপনাদের নিয়োগ করা হবে। সরকারি কার্যালয় থেকে ব্লক অফিস সমস্ত জায়গায় কেরানির প্রয়োজন হয়। সেই সমস্ত জায়গায় নিয়োগ করা হবে এই ডিপার্টমেন্টের পরীক্ষাটি পাস করলে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group