Government Scheme

বয়স্ক নাগরিকদের জন্য চালু করা হলো সিনিয়র সিটিজেন কার্ড, কী কী সুবিধা পাবেন জেনে নিন।

বয়স্ক নাগরিকদের চিহ্নিতকরণের জন্য এবারে পশ্চিমবঙ্গে সিনিয়র সিটিজেন কার্ড চালু করা হলো। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের বয়স প্রাপ্ত নাগরিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হলেও পশ্চিমবঙ্গে এই প্রথম সিনিয়র সিটিজেন কার্ড চালু করা হলো। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা জানতে পারবেন সিনিয়র সিটিজেন কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া সম্ভব। শুধু তাই নয়, কিভাবে সিনিয়র সিটিজেন কার্ড পাওয়া সম্ভব এবং এই কার্ড ইস্যু করার ক্ষেত্রে কি কি নথিপত্র প্রয়োজন হয়ে থাকে।

কিভাবে মিলবে সিনিয়র সিটিজেন কার্ড: ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সিনিয়র সিটিজেন রূপে চিহ্নিত করা হয়ে থাকে। মূলত ৬০ বছর বয়স হলেই অধিকাংশ মানুষ তাদের কর্মজীবন থেকে বিরতি নেন, আর এই সময়ের পর থেকেই আর্থিক সক্ষমতা থেকে শুরু করে শারীরিক সক্ষমতা বেশ খানিকটা কমতে থাকে। আর এই সমস্ত প্রবীণ নাগরিকদের অধিক সুবিধা খাতিরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকার প্রকল্প চালু করেছে।

আরও পড়ুন: ১৪ ই জুনের পর পুরোনো সমস্ত আধার কার্ড বাতিল হবে? কি জানালো UIDAI

ফলত এই সমস্ত নাগরিকদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের কাছে সিনিয়র সিটিজেন কার্ড পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কোন ব্যবস্থা না নেওয়া হলেও রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিওদের উদ্যোগে স্থানীয় এলাকার মানুষদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান করা হচ্ছে। সুতরাং আপনিও যদি সিনিয়র সিটিজেন কার্ড পেতে চান তবে আপনার এলাকার বিডিও অফিসে গিয়ে অতি সত্তর যোগাযোগ করুন।

সিনিয়র সিটিজেন কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?:
১. সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বাস ট্রেনের মত গণ পরিবহণে যাতাযাতের ক্ষেত্রে বয়স্ক নাগরিকদের জন্য নির্ধারিত অতিরিক্ত ছাড় এবং সুবিধা অত্যন্ত সহজে পাওয়া যায়।
২. সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বয়স্ক নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়।
৩. এই কার্ড থাকলে ব্যাংকের স্থায়ী আমানতে অতিরিক্ত হারে সুদ পাওয়া যায়।

৪. এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ এবং প্রশাসন বয়স্ক নাগরিকদের সুরক্ষা এবং সহায়তার বিষয়গুলি বিশেষভাবে নিশ্চিত করতে পারে।
৫. এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচের ওপর অতিরিক্ত ছাড় পাওয়া যায়। শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যায়।
৬. সিনিয়র সিটিজেন কার্ড রয়েছে এমন কোনো বয়স্ক নাগরিক যদি বৃদ্ধাশ্রমের সুবিধা নিতে চান, তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সিনিয়র সিটিজেন কার্ড অত্যন্ত সহায়ক।

Senior Citizen Card (সিনিয়র সিটিজেন কার্ড)

আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি:
১. বয়সের শংসাপত্র।
২. ঠিকানার শংসাপত্র।
৩. রক্ত পরীক্ষার মাধ্যমে বয়স যাচাইকরণের প্রমাণপত্র।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group