বছর প্রায় শেষ হতেই চলল। এই বছরের প্রথম থেকেই শেষ পর্যন্ত বিভিন্ন কোম্পানি তাদের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এন্ড্রয়েড ফোন বাজারে লঞ্চ করে ফেলেছে। এর মধ্যে ১৫ ই ডিসেম্বর ভিভো ‘এস’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo S50 এবং Vivo S50 Pro Mini এই সিরিজের ফোনগুলো লঞ্চ করা হয়েছে।
কি কি বৈশিষ্ট্য রয়েছে এই সিরিজের ফোনগুলিতে দেখে নেওয়া যাক:-
প্রসেসর:- ফোনটি 3.0GHz ক্লক স্পীডযুক্ত প্রসেসর দেওয়া হয়েছে। লঞ্চ করা হতে পারে।
RAM :- স্মার্টফোনটির টপ ভেরিয়েন্টে 16GB RAM দেওয়া হয়েছে।
ক্যামেরা:- Vivo S50 ফোনটিতে ZEISS লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামরা সেটআপ যুক্ত করা হয়েছে। ফোনটিতে 50MP OIS প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3X পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামরা যুক্ত করা হয়েছে। এর ফলে সেলফি প্রেমীদের এবং যারা ভিডিওগ্রাফি করে তাদের জন্যই ফোনটি দুর্দান্ত হতে চলেছে। ভারতের বাজারে উপস্থিত Vivo V60 ফোনের 32MP সেলফি সেন্সরের তুলনায় বড় এবং আপগ্রেডেড ভার্সন ফোনটি।
ব্যাটারি:- পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য Vivo S50 5G ফোনটি 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ হওয়ার জন্য ফোনটিতে90W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে।
ডিসপ্লে:- ফোনটি কার্ভড OLED স্ক্রিন সহ পাওয়া যাবে। এর ফলে পড়ে গেলে ভেঙ্গে যাওয়া সম্ভাবনা নেই। স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Vivo S50 ফোনটি IP69 রেটিং এবং মেটাল ফ্রেম যুক্ত করা হয়েছে যেটি ফোনটিতে দুর্দান্ত ডিজাইন দিয়েছে।
অন্যদিকে, Vivo S50 Pro Mini ফোনটির রেয়ার ডিজাইন এবং ক্যামেরা মডিউল কিছুটা iPhone Air ফোনের মতন করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে হরাইজন্টাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। Vivo S50 Pro Mini ফোনটি 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এর ফলের সেলফি তুলতে এবং ভিডিওগ্রাফি করতে খুবই সুবিধা হবে।
ডিসপ্লে:- ফোনটিতে 6.31 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে এবং এতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটি অত্যন্ত কম থিকনেস সহ একটি স্লিম স্মার্টফোন হতে চলেছে। হাতের মুঠোয় সুন্দরভাবে ব্যবহার করার জন্য খুবই সুবিধাজনক স্মার্টফোন। জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
Vivo S50 এবং S50 Pro Mini ভারতীয় বাজারে মূল্য:- সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে এই সিরিজের ফোনগুলো। Vivo S50-এর দাম প্রায় 39,000 টাকা থেকে শুরু হয়েছে এবং S50 Pro Mini-এর দাম প্রায় 48,000 টাকা থেকে শুরু হয়েছে। তবে ভারতে কবে লঞ্চ হবে ফোনগুলো এবং দাম কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।




