Tech News

Xiaomi T-Series 15 Pro Max Reviewঃ দাম ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে জেনে নিন মোবাইল কেনার আগে ?

Xiaomi T-Series 15 Pro Max: Xiaomi কোম্পানির ফোনগুলি সব সময় আলাদা ভালোলাগার মত কাজ করে তারা কম পয়সায় এত ভালো ভালো মোবাইল ফোন বাজারে লঞ্চ করে যেমন ফিক্সিবিলিটি তেমনটিক সই। তেমনবাজারে একটি নতুন ঝড় তুলতে হাজির করেছে এক্সিয়াওমি একদম নতুন একটি লেটেস্ট মডেল Xaiomi 15Pro Max, এর ভিতরে থাকা পাওয়ারফুল চিপের সঙ্গে যখন লাইকার মতো কিংবদন্তি হাত মেলায় তখন ক্যামেরা কোয়ালিটি তো উন্নত হবেই। সেই সঙ্গে এই মোবাইল ফোনটিতে রয়েছে ব্যাটারির ফার্স্ট চার্জিং সিস্টেম। আজকের এই প্রতিবেদনে আপনারা এই ফোনটি সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবেন এবং এর ফোনটি কেন আপনাদের ক্রয় করা উচিত সেই সম্পর্কে একটা ধারণা জন্মাবে আপনার মনে।

ডিজাইনঃ Xiaomi 15Pro এই ফোনটি হাতে নেওয়ার সাথে সাথেই আপনি এর প্রিমিয়াম কোয়ালিটি অনুভব করতে পারবেন যা ফোন গুলিকে হার মানাবে। ফোনটির কভার অ্যালুমিনিয়ামটি তৈরি যা ফোনটিকে দিয়েছে অবিশ্বাস্য সৌন্দর্য। ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস সামনেও পিছনে, এগুলো শুধু ফোনটিকে সুন্দর করার জন্যই নয় ফোনটিকে দেবে ঠিক সই ও শক্তিশালী আরেক রূপ। আপনারা তিনটে কালারে বাজারে পেয়ে যাবেন এই ফোনটি Black, Red, Megha Gold কালো কালারের ফোনটি একদম ক্লাসিক যা অনেকেই পছন্দ করে থাকে। যদি ওজনের কথা বলা যায় তবে ফোনটির ওজন ২৫০ গ্রাম যেখানে বাজারে অন্যান্য ফোনগুলির ওজন প্রায় ১৮০ গ্রাম। তোমরা যদি দীর্ঘদিন ধরে ফোনটিকে হাতে ব্যবহার করেন তবে আপনার হাতে একটু ভারী অনুভূতি হবে, লম্বাতে এই ফোনটি ৭.৯ মিলিমিটার, ফোনটির হেয়ার ক্যামেরা কিছুটা বড় এবং বেশ উঁচু তাই ফোনটি যদি আপনারা কোন সমতল জায়গায় রাখেন তবে সেটা নাড়াচাড়া করেন। 

গত বছরের মতই বছরেও IP68 Protecit রেটিং রয়েছে এই ফোনটিতে Display রয়েছে ৬৫.৮৩ ফ্লাট এমুলেটড ডিসপ্লে যা গেমিং কনটেন্ট ক্রিকেটের জন্য খুবই পছন্দযুক্ত এবং সার্চ ডিসপ্লে হয় এই মোবাইল ফোনটিতে আপনি হাই কোয়ালিটি ভিডিও এডিটিং ও ভিডিও দেখার সুযোগ পেয়ে যাবেন। ফোনটি সবথেকে বড় আকর্ষণীয় দিক গুলি হল 144hz ডিসপ্লে হওয়ায় এই ফোনটিতে আপনি সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট শেয়ার করবেন অথবা যে কোন মেনু ক্লিক করবেন Smoothly ওপেন হবে যাতে আপনি অসাধারণ গেম খেলার সুবিধা পেয়ে যাবেন। 

এই ফোনটিতে অসাধারণ পারফরমেন্সের জন্য শুধু প্রসেসারি নয় সঙ্গে রয়েছে 12GB LPDDR 5X Ram, UFS 4.1 Storage বনভূমিকা সাধারণ LPDDR এর তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয়ী 12GB থাকার কারণে আপনি এক সঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন কোন Lake করবেনা, UFS 4.1 Storage বর্তমানে মোবাইল ডিভাইস গুলির মধ্যে সব থেকে দ্রুততম স্টোরেজ যুক্তি যার রিড এবং রাইট এতটা দ্রুত পূর্ণ যে বড় বড় গেম থেকে আরম্ভ করে অ্যাপ ইন্সটল করা দ্রুত সম্পন্ন হবে এই মোবাইল ফোনটিতে।  

বিষয়স্পেসিফিকেশন / তথ্যমন্তব্য / বিশ্লেষণ
মডেলXiaomi 15T Pro“T-series 15 Pro Max” নামে কোনো অফিসিয়াল মডেল পাওয়া যায়নি
মূল্য (বাংলাদেশ, আনুষ্ঠানিক নয় / অনুমান)≈ ৳130,000 (12 GB + 256 GB সংস্করণ) (MobileDokan)আন্তর্জাতিক রিলিজ হলে দাম ভিন্ন হতে পারে; আমদানি ও কর এসব বিবেচনায় নিতে হবে
প্রদর্শন (Display)6.83 ইঞ্চি AMOLED, FHD+ রেজল্যুশন, 144 Hz রিফ্রেশ রেট (MobileDokan)গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতায় ভালো পারফরম্যান্স দেওয়ার সম্ভাবনা
প্রসেসর / চিপসেটMediaTek Dimensity 9400+ (MobileDokan)অধিক ক্ষমতা ও শক্তি দক্ষতা আশা করা যেতে পারে
RAM / স্টোরেজ12 GB RAM + 256 GB ROM (MobileDokan)বেশ প্রিমিয়াম কনফিগারেশন
ক্যামেরা (পেছনে)50 MP (Wide) + 50 MP (Telephoto) + 12 MP (Ultra-wide) (MobileDokan)ডুয়াল 50 MP সেন্সর উচ্চ মানের ছবি ও অপটিক্যাল জুম সম্ভাবনা নির্দেশ করে
সেলফি ক্যামেরা32 MP (MobileDokan)ভিডিও কল, সেলফি গুণগত মান বেশ ভালো হওয়ার সম্ভাবনা
ভিডিও রেকর্ডিং8K @ 30fps, 4K @ 30/60/120fps (MobileDokan)উচ্চ রেজল্যুশনে ভিডিও ধারণ করার সক্ষমতা
ব্যাটারি5500 mAh Li-Po (non-removable) (MobileDokan)এক দিনে মাঝারি থেকে ভারী ব্যবহারে সক্ষম হওয়া উচিত
তারযুক্ত চার্জিং90 W দ্রুত চার্জিং (MobileDokan)দ্রুত চার্জ দেওয়ার সুবিধা
বৈশিষ্ট্য (অন্যান্য)IP68 পানির ও ধুলাবিরোধী রেটিং (MobileDokan)রোদের মধ্যে বা সামান্য আর্দ্রতায় ব্যবহার নিরাপদ হতে পারে
সীমাবদ্ধতা / থাকতে পারে সমালোচনা3.5 mm হেডফোন জ্যাক অনুপস্থিত থাকতে পারে (MobileDokan)আপনি হেডফোন বা অডিও অ্যাক্সেসরি ব্যবহারে অতিরিক্ত অ্যাডাপ্টার লাগতে পারে

ফোনটি একটি অসাধারণ মোবাইল ফোন যা গেমিং কনটেন্ট থিয়েটার ও ব্লক কন্টেন্ট ক্রিকেটার যারা প্রতিদিন গেম খেলে তাদের জন্য এই ফোনটি ব্যবহার করা অপরিসীম আপনি একবার ফোনটিকে ক্রয় করুন আপনার ন্যায্য মূল্যে এবং কোনটিকে ব্যবহার করুন এমন ব্যাটারি এবং বেশ টোরেস থাকায় আপনি এতে বহু অ্যাপ ইন্সটল করতে পারবেন একসঙ্গে অনেক কটি ফিচার ব্যবহার করতে পারবেন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group