Job News

বিহার STET 2025: বিহার STET নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ রয়েছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। জেনে নিন আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য

বিহার সরকারের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের জন্য বিহার স্পেশাল স্কুল শিক্ষক যোগ্যতা পরীক্ষা (বিহার STET) নিয়োগ পরীক্ষার আবেদনের লিংক ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। এখনো সুযোগ রয়েছে আবেদন করার জন্য। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা শিক্ষক হিসেবে এই পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য রইল এই নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য। এই প্রতিবেদনে এই চাকরি পরীক্ষা সংক্রান্ত তথ্য যেমন আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পদের নাম :- স্পেশাল স্কুল টিচার
শূন্য পদের সংখ্যা :- একাধিক শূন্য পদে স্পেশাল স্কুল টিচার নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা :- স্পেশাল স্কুল টিচার এলিজিবিলিটি টেস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পঞ্চ শতাংশ নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি NCTE-অনুমোদিত প্রতিষ্ঠান থেকে B.Ed./M.Ed./B.A. B.Ed./B.Sc. B.Ed ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা :- আগেই প্রার্থীদের আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৩৭ বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স অনুযায়ী ছাড় দেওয়া হবে।

আরোও পড়ুন: অক্টোবর মাসে লক্ষী ভান্ডারের নতুন আপডেট: কত তারিখে পাবেন লক্ষ্মী ভান্ডারের টাকা জেনে নিন ? laxmi bhandar prokolpo official website

আবেদন প্রক্রিয়া :- বিহার STET আবেদনপত্র পূরণ করতে, সর্বপ্রথম https://cdn3.digialm.com/EForms/configuredHtml/1631/95659/Index.html এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রদত্ত ইউসের আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় আপনার দেওয়া বিবরণ গুলো সঠিক রয়েছে কিনা একবার যাচাই করে নেবেন। এরপর উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে আবেদন মুল্য জমা দিন। সবশেষে একবার মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আমাদের মূল্য জমা দেওয়ার পরে আবেদনপুলের রিসিপ কপি প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখুন পরবর্তী রেফারেন্সের জন্য।

আবেদন মূল্য :- জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণীর ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য রয়েছে ৯৬০ টাকা এবং ১৪৪০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনমূল্য রয়েছে৭৬০ টাকা এবং ১১৪০ টাকা।

আবেদন করতে পারবেন ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত। এখনো পর্যন্ত হাতে কিছুটা সময় রয়েছে তাই আগ্রহী প্রার্থীরা যারা শিক্ষক পদে চাকরির জন্য অনেক দিন ধরে অপেক্ষারত ছিলেন, তাদের কাছে এই সুবর্ণ সুযোগ রয়েছে। যদি আপনি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে না ইচ্ছুক থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

এই পরীক্ষার নিয়োগ সংক্রান্ত তথ্য এবং পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসতে চলেছি পরবর্তী প্রতিবেদনে।
এমন অন্যান্য চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য জানার জন্য পেজটি ফলো করি সাথে থাকুন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group