Latest NewsTrending

বিনামূল্যে বছরে 3 টি সিলিন্ডার মিলবে। বড় ঘোষণা করলো রাজ্য সরকার। এখন দাম কত পড়ছে ?

এবার থেকে বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে। বছরে প্রত্যেকটি পরিবারকে তিনটি গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। আপাতত দেশের বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম পড়েছে। সেটা দেখে নিন

1:বছরে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছরে প্রতিটি পরিবারকে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করবে সরকার। সেজন্য কোনও টাকা লাগবে না। রাজ্য সরকারের তরফে বিনামূল্যে সেই রান্নার গ্যাসের সিলিন্ডার প্রদান করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই

2:শুক্রবার বিধানসভা রাজ্য বাজেট পেশ করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার। যিনি এনসিপির প্রধানও বটে। বাজেট পেশের সময় তিনি ঘোষণা করেন, ‘মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনার আওতায় আমরা প্রতি বছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে তিনটি (রান্নার গ্যাস) সিলিন্ডার প্রদান করব।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3:এখন রান্নার গ্যাস সিলিন্ডারের কত দাম পড়ছে? আপাতত মুম্বইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮০২.৫ টাকা। অন্যদিকে, কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ৮২৯ টাকা খরচ হচ্ছে। দিল্লিতে দাম পড়ছে ৮০৩ টাকা। চেন্নাইয়ে ৮১৮.৫ টাকায় কিনতে হচ্ছে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার। প্রতীকী, সৌজন্যে পিটিআই

4:এমনিতে এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আছে। আর তাই রাজ্য বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। দরাজ হয়ে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী। যে রাজ্যের শাসক দলের জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সতীশ বাটে/হিন্দুস্তান টাইমস)

5:তবে যাঁরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা ৩০০ টাকা কমে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারেন। প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় পাওয়া যায়। অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় মুম্বইয়ে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৫০২.৫ টাকা। কলকাতায় সেই দামটা ৫২৯ টাকা পড়ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ওই দামে রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে। প্রতীকী, সৌজন্যে পিটিআই)

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group