Blog

ব্লু আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত পদ্ধতি

আধার কার্ড আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন ডকুমেন্টস। সমগ্র ভারতের যেকোনো প্রান্তেই আধার কার্ড সমানভাবে গ্রহণযোগ্য। বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্র থেকে শুরু করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হোক কিংবা প্যান কার্ড, পাসপোর্ট এর মতো গুরুত্বপূর্ণ নথি বানানো, জ্বালানী গ্যাসের সুযোগ-সুবিধা পাওয়া, যেকোনো সরকারি বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়া ইত্যাদি কাজে প্রয়োজন হয় আধার কার্ড। এসব ছাড়াও ঠিকানার প্রমাণপত্র হিসেবে সমস্ত জায়গায় কাজে লাগে আধার কার্ড।

এই আধার কার্ডের মধ্যেই এক বিশেষ ধরনের আধার কার্ড হলো নীল আধার কার্ড (Blue Aadhaar Card)। এই নীল আধার কার্ড নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে UIDAI জানিয়েছেন প্রত্যেক শিশুর জন্য নীল আধার কার্ড বানানে হবে। কি এই নীল আধার কার্ড, কারা কারা পাবেন এই নীল আধার কার্ড, এই নীল আধার কার্ডের জন্যে আবেদন কীকরে করতে হবে সমস্ত জেনে নেবো বিস্তারিত এই প্রতিবেদনে।

Blue Aadhaar Card

নীল আধার কার্ড কি : নীল আধার কার্ড মূলত বাচ্চাদের আধার কার্ড, এই নীল আধার কার্ড চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত। আগে পাঁচ বছরের কমবয়সী বাচ্চাদের জন্যে আধার কার্ড তৈরির ব্যবস্থা ছিলো না। কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI) -এর তরফ থেকে ২০১৮ সাল থেকে সদ্যোজাত থেকে শুরু করে পাঁচ বছরের কম সমস্ত শিশুদের জন্যেই আধার কার্ড চালু করা হয়। এই আধার কার্ডের রং নীল এবং এই আধার কার্ড শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা।

কারা কারা পাবেন এই নীল আধার কার্ড : নীল আধার কার্ড বা চাইল্ড আধার কার্ড মূলত শিশুদের আধার কার্ড, যা বড়োদের আধার কার্ডের থেকে ভিন্ন। এই কার্ডগুলিতে শিশুর বায়োমেট্রিক (চোখের আইরিশ, আঙ্গুলের ছাপ) স্ক্যান করতে হয়না।

আরও পড়ুন:- আবেদন করুন কেন্দ্র সরকারের লাখপতি দিদি যোজনায় এবং পেয়ে যান ৫ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা।

নীল আধার কার্ড তৈরীর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন : এই আধার কার্ড তৈরীর জন্য পিতা-মাতার যেকোনো একজনের আধার কার্ড এবং শিশুর বার্থ সার্টিফিকেট প্রয়োজন পড়ে। এছাড়াও ঠিকানার প্রমাণপত্র, স্কুলের আইডি (শিশু স্কুলে ভর্তি হয়ে গেলে) লাগবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলির সাথে ডকুমেন্টসগুলির জেরক্স কপিও সাথে নিয়ে যেতে হবে। শিশুর পিতামাতাকে উপস্থিত থেকে এই নীল আধার কার্ডের জন্য আবেদন করতে হবে। UIDAI -এর অফিসিয়াল পোর্টালে নীল আধার কার্ড তৈরীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা পাওয়া যাবে।

এই নীল আধার কার্ডের জন্যে আবেদন করবেন কিভাবে : এই নীল আধার কার্ডের জন্যে আবেদন করতে হলে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সমস্ত প্রক্রিয়াটি হবে অফলাইনে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টার চেক করে নিতে পারবেন।

UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটLink
এনরোলমেন্ট সেন্টার চেকLink

শিশুর পাঁচ বছর হয়ে গেলে এই নীল আধার কার্ড আর বৈধ থাকবে না। পাঁচ বছর হয়ে গেলে শিশুর ছবি এবং বায়োমেট্রিক (চোখের আইরিশ, আঙ্গুলের ছাপ) দিয়ে এই আধার কার্ড আপডেট করে নিতে হবে। এই আপডেট করার জন্যে কোনোরকম ফি লাগবে না।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group