জমির খতিয়ান ও দাগ নাম্বার কিভাবে চেক করবেনঃ কিভাবে চেক করবেন জমির মালিক কে ?

কিভাবে চেক করবেন জমির মালিক কেঃ এই ডিজিটাল যুগে জমির সংক্রান্ত সমস্ত তথ্য এখন অনলাইনের মাধ্যমে সহজেই পাওয়া যায় আমরা সেই তথ্যের মাধ্যমে খুঁটিয়ে দেখতে পারি জমির আসল মালিক কে, এর আগে আমাদের জমির সংক্রান্ত সমস্ত তথ্য যাচাই করার জন্য ভিডিও অফিস অথবা বি এল ও অফিসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তবে তথ্য যাচাই করতে পারতাম কিন্তু এখন তা হয়ে গেছে সহজ সরল প্রক্রিয়া। এখন আমরা চাইলে সহজেই অনলাইন এর মাধ্যমে বাড়িতে বসে অথবা মোবাইল দিয়েই জমির আসল মালিক কে খুঁজে নিতে পারি, সঙ্গে জমির দাগ নাম্বার কত রয়েছে খতিয়ান নাম্বার কত জমির ধরন কেমন এলাকায় ইত্যাদি বিষয়বস্তুগুলো আমরা অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারি। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা দেখবেন জমির দাগ নাম্বার দিয়ে মালিক কে রয়েছে, নামে জমিটি রেজিস্ট্রেশন রয়েছে জমিটির দাম কেমন হতে পারে ইত্যাদি বিষয়বস্তুগুলো আমরা অনলাইনের মাধ্যমে চেক করার পদ্ধতি গুলো।
সরকার এমন একটি পোর্টাল ১০ সালে চালু করেছে, যার মাধ্যমে আপনারা এই সমস্ত কাজগুলি করতে পারবেন https://banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভূমি সংস্কারের অধীনস্থ জমির সমস্ত খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন ওয়েবসাইটে লগইন করবেন তারপর সমস্ত প্রসেস গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। পশ্চিমবঙ্গের নাগরিকরা তাদের জেলা ব্লক ও মৌজা নির্বাচন করে খতিয়ান বা দাগ নাম্বারের মাধ্যমে জমির মালিকের নাম জানতে পারবেন প্রক্রিয়াটি খুবই সহজ সরল প্রথমে ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর সেখানে “Citizen Service” মেনুতে আপনাকে ক্লিক করতে হবে এখানে Know Your Property অপশন টিকে বেছে নিতে হবে তারপর আপনার জেলা ব্লক মৌজা নির্বাচন করে খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার দিতে হবে তখন সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে জমির মালিকানা কে কতটুকু জমি রয়েছে এই দাগ নাম্বারে এবং জমির মালিকের পিতার নাম কি জমির ধরন কি রকম জমির রেকর্ডের অবস্থা কেমন স্পষ্ট উল্লেখ থাকবে।
চিত্র অনুযায়ী আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে

তারপর আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিচের চিত্র অনুযায়ী দেখে নিন

রেজিস্ট্রেশন করার পর আপনারা এখানে দুই রকম পদ্ধতিতে আপনাদের জমির সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন প্রথমত মৌজা ইনফরমেশন ও খতিয়ান বা দাগ নাম্বার দিয়ে নিচের চিত্র অনুযায়ী দেখানো হলো-

এখানে আপনাকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করতে হবে তারপর আপনার ডিসটিক সেট করতে হবে সব শেষ আপনি আপনার জমির খতিয়ান নাম্বার অথবা প্লট নাম্বার যদি দেন তবে আপনার সমস্ত ডিটেইল দেখিয়ে দেবে জমির মালিক কে তার পিতার নাম কি কতটুকু জমি রয়েছে চাষের জমি নাকি বসবাসযোগ্য জমি অথবা জল জমি সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন নিচের চিত্রই যেমন দেখানো রয়েছে তেমনভাবেই আপনারা দেখতে পাবেন।

দেওয়া এই অনলাইন ইনফরমেশনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই জমির মালিক জমির পরিমাণ ও জমির বিভাগ কতটুকু জমি রয়েছে এবং ছবিটি বসবাস করার যোগ্য নাকি সমস্ত ইনফরমেশন বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আরও এই ধরনের ইনফরমেশন জানার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিকম গ্রুপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।




