Tech News

এই পুজোয় কিনুন ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোনঃ স্বল্প মূল্য বাজেটের ফোন কিনুন এই পূজাতে (Best Mobile Phone Review 2025)

Best Mobile Phone Review 2025: অনেকেই বলে থাকে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে নাকি ভালো ফোন পাওয়া যায় না তবে আজকে এই প্রতিবেদনে আমরা জানবো ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যেও ভালো ফোন কেনা যায় যদি আপনি জেনে থাকেন সেই ফোনের বিষয়বস্তু। এই সেপ্টেম্বরে আমি আপনাদের জন্য এমন কিছু মোবাইল সম্পর্কে উদাহরণ দিচ্ছি যেগুলির সম্পর্কে জানলে আপনি বলবেন এই ফোনগুলোতো আগুন। 

Techno Spark Go 2

টেকনো স্পার্ক গো টু এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। যাদের বাজেট কম আছে তারা এই মোবাইল ফোনটি কিনে ব্যবহার করতে পারেন। ফোনটিতে আছে আধুনিক ডিজাইন ও ব্যবহার উপযোগী ফিচার সংযুক্ত করা হয়েছে সেই সঙ্গে কম দামে স্মার্টফোনের অভিজ্ঞতা পেয়ে যাবেন এই ফোনটি ব্যবহার করলে। 

এই ফোনটির ডিসপ্লে দেখতে অনেকটাই বড় IPS LCD স্পেন যা ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য অথবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর জন্য উপযোগী। এই ফোনটিতে রয়েছে ভালো ব্যাটারি ব্যাকআপ যুক্ত তাই আপনি একবার চার্জ দিলেই বেশ খানিকক্ষণ সময় ধরে আপনি এটি ব্যবহার করতে পারবেন। ফোনটির রেমও খুব ভালো 4GB Ram 64 জিবি স্টোরেজসহ এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র  ১০৯৯০/- টাকায়। ফোনটির রেম ভালো হওয়ার দরুন আপনারা এই ফোনে দৈনন্দিন কাজকর্ম খুব ভালোভাবে করতে পারবেন যেমন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব দেখা হালকা গেম খেলা ও অনলাইনে ক্লাস করার জন্য যথেষ্ট সুবিধা প্রদান করছে। ক্যামেরার দিক দিয়ে তাকালে স্পার্ক গো টু এন্ট্রি লেভেল ব্যবহারকারীদের জন্য ভালো মানের ছবি তুলতে পারে। 

Techno Spark Go 2 স্পেসিফিকেশন

ফিচার বিবরণ
দাম (Price) ₹6,000 – ₹7,500
RAM 2GB / 3GB
স্টোরেজ (Storage) 32GB / 64GB (মাইক্রোএসডি সাপোর্ট)
স্ক্রিন (Display) 6.1 ইঞ্চি IPS LCD, HD+
ওজন (Weight) প্রায় 178 গ্রাম
ব্যাটারি (Battery) 5000mAh, দীর্ঘব্যাকআপ
প্রসেসর (Processor) MediaTek Helio A22, Quad-core
ক্যামেরা (Camera) Rear: 8MP / Front: 5MP

তাই ফোনটির এই সমস্ত দিক তাকিয়ে বিবেচনা করলে দেখা যাবে আপনি যদি এই ফোনটি ক্রয় করেন তবে প্রিমিয়াম লোকের সাথে পেয়ে যাবেন বেশ ভালো ফিচার্স কোয়ালিটি যাদের কাছে বাজেট কম রয়েছে তারা এই ফোনটি সংগ্রহ করতে পারেন নিজের বাজেট অনুযায়ী সাথে রয়েছে ইএমআই এর সুবিধা।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group