Blog

পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৩ লক্ষ টাকা।

ভারতীয় পোস্টের তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরে বিভিন্ন প্রকার স্কিম কার্যকরী করা হয়েছে, যার আওতায় নাগরিকরা নিজের সুবিধা অনুযায়ী আমানত জমা করার মাধ্যমে সুদ সহ আরো অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন। আর পোস্ট অফিসের তরফে কার্যকরী তেমনি একটি বিশেষ স্কিম হল ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমের আওতায় প্রত্যেক মাসে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনিও তিন লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। চলুন তবে ইন্ডিয়ান পোস্টের এই বিশেষ স্কিমটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্কিম সম্পর্কে বিস্তারিত: ইন্ডিয়ান পোস্ট -এর তরফে কার্যকরী এই বিশেষ স্কিমটি পাঁচ বছর মেয়াদের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট নামেও বিশেষভাবে পরিচিত। ভারতীয় পোস্টের তরফে জারি করা তথ্য অনুসারে এই স্কিমের অধীনে কত টাকা সুদ পাওয়া যাবে তা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ৩০ শে জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে এই স্কিমের উপভোক্তারা ৬.৭% হারে সুদ পাবেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, এই স্কিমের আওতায় আপনাকে ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: পিএম কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন, জেনে নিন।

বিনিয়োগের পরিমাণ: এক্ষেত্রে বিনিয়োগকারী সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১০০ -এর গুণিতকে যেকোনো অর্থরাশি বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমের আওতায় সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে তার কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। সুতরাং, আপনিও যদি এই স্কিমের আওতায় নিজস্ব অর্থ বিনিয়োগ করতে চান তবে ১০০ টাকা থেকে শুরু করে নিজের সুবিধা মাফিক যেকোনো পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করতে পারবেন।

মেয়াদ পূর্তি এবং প্রত্যাহার: ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগের মেয়াদকাল ৫ বছর। যদিও ম্যাচিউরিটির পর আরো ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল বাড়ানো সম্ভব। তবে বিনিয়োগকারী চাইলে বিনিয়োগের দিন থেকে শুরু করে ৩ বছর পর এই স্কিম থেকে আমানত প্রত্যাহার করে নিতে পারবেন।

5-Year Post Office Recurring Deposit Account

রিটার্ন: কোনো ব্যক্তি যদি পাঁচ বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন তবে পাঁচ বছর শেষে তিনি ৩,৫৬,৮২৯ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, তিনি যদি তিন বছর কিংবা চার বছরে অকাল প্রত্যাহার করে নেন তবে তিনি যথাক্রমে ৬৭,৪৯২ টাকা এবং ৭০,১৯২ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, কোনো ব্যক্তি যদি ৫ বছরের জন্য প্রত্যেক মাসে ১২০০০ টাকা করে বিনিয়োগ করেন তবে ম্যাচিউরিটির পর তিনি ৮,৫৬,৩৯০ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি তিন বছর এবং চার বছর মেয়াদ শেষে আমানত অকাল প্রত্যাহার করেন তবে তিনি যথাক্রমে ১,৬১,৯৮০ টাকা এবং ১,৬৮,৪৬০ টাকা ফেরত পাবেন।

Official WebsiteLink

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group