Latest NewsJob News

WB Land Office Clerk Recruitment 2024:ভূমি দপ্তরের অফিসে ক্লার্ক পদে কর্মী নিয়োগ শুরু

বাংলাহাব ডেস্ক:-পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। জেলার ভূমি ও ভূমি সংস্কার অফিসে নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা প্রার্থীরাও আবেদন নথিভুক্ত করতে পারবেন। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের নিয়োগ করা হবে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

                             WB Land Office Clerk Recruitment 2024

ভূমি দপ্তরের অফিসে কিভাবে আবেদন করবেন। কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে। যোগ্যতা কি লাগবে। বেতন ও বয়সসীমা কি রয়েছে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। WB Land Office Clerk Recruitment 2024

Name of The PostClerk
Application ProcedureOffline
Who Can ApplyAny District of West Bengal
Application Fee No Application Fee
Selection Process Walk-in-Interview
Qualification As per WB District Land & Land Reforms official notification.

পদের নাম : এখানে নতুন করে ক্লার্ক ও Draftsman পদে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়বেন অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখে আবেদন করবেন।

বেতন সীমা কত : ক্লার্ক পদে চাকরি হলে প্রতি মাসে ১০,০০০/- হাজার টাকা বেতন প্রদান করা হবে।

Draftsman পদে নিয়োগ হলে মাসিক বেতন ১২,০০০/- হাজার টাকা শুরুতে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে।

নিয়োগ প্রক্রিয়া কিভাবে : চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। কোনরকম লিখিত পরীক্ষা হবে না আবেদনপক্ষে সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শুরু হবে ১১ই জুলাই ২০২৪ তারিখে।

আবেদন পদ্ধতি : আবেদন নথিভুক্ত জানাতে হবে অফলাইনের মাধ্যমে। বিজ্ঞপ্তি শেষে আবেদন পত্রটি রয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিলাপ করে তার সাথে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ : আগামী ১০ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন।

ভূমি দপ্তরে দুটি পদের ক্ষেত্রেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। যোগ্যতা বিষয়ে বিজ্ঞপ্তিতে যেটা উল্লেখ হয়েছে এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে তথ্যগুলো দেখুন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group