Government Scheme

কৃষকদের জন্য ভারত সরকারের নতুন প্রকল্প – কীভাবে সুবিধা পাবেন?

ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। এই ভারতবর্ষের একটা বিশাল জনগোষ্ঠী কৃষি নির্ভর আবার এই কৃষি জমির ফসল বিক্রি করে কৃষকদের দুবেলা দু মুঠো খাবার জোকার হয়। তবে কৃষকদের চাষ করার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। এই সমস্যাগুলি হল অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রাকৃতিক দুর্যোগ, চাষের খরচ বৃদ্ধি এবং ফসল বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়া। তবে চাষীদের সাহায্যের জন্য কেন্দ্র এবং বিভিন্ন স্টেট এর রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে। আজ আমরা ভারত সরকারের চাষীদের জন্য তৈরি করা বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করব।

ভারত সরকার ভারতবর্ষের কৃষকদের জন্য বেশকিছু প্রকল্প নিয়ে এসেছে এই প্রকল্প গুলির নাম হলো ১) কৃষক সম্মান নিধি যোজনা
২) কৃষি উড়ন যোজনা ৩) প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা
৪) প্রধানমন্ত্রী কৃষিসেচঊ যোজনা ৫) প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা।

১) কৃষক সম্মান নিধি যোজনা:-

এই প্রকল্পটি সর্বপ্রথম ২০১৮ সালে চালু হয়। ভারতবর্ষের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্যই কেন্দ্র সরকার এই যোজনার সৃষ্টি করে। এই যোজনার মাধ্যমে একজন কৃষক প্রতিবছর ৬ হাজার টাকা করে পেয়ে থাকে। এই ৬০০০ টাকা তিনটি কিস্তির মাধ্যমে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়।

এই প্রকল্পের সুবিধা:-

১) কৃষক সম্মান নিধি যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়।

২) এই যোজনার টাকা বছরের ৩ বার ২০০০ টাকা করে অর্থাৎ সর্বমোট ৬০০০ টাকার আর্থিক সহায়তা কৃষক পায়।

৩) এই যোজনার টাকার দিয়ে কৃষকরা কৃষি কাজের জন্য উন্নত মানের যন্ত্রপাতি কিনতে পারবে।

৪) এখনো পর্যন্ত প্রায়ই ১১ কোটি কৃষক এই প্রকল্পের আওতায় এসেছে।

আরোও পড়ুনঃ- গ্যালাক্সি এস২৬ এজ নকশা অনরূপ iphone 17 pro মতোন। কোন কোন সিস্টেম একই রকম থাকছে!

২) কৃষি উড়ান যোজনা:-

কৃষি উড়ান যোজনা প্রকল্পটি প্রধানত দ্রুত কৃষি পণ্য পরিবহনের জন্যই তৈরি করা হয়েছে। উত্তর-পূর্ব ভারত, প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলের মাছ, ফুল, দুধের মূল্য হ্রাস পাওয়ার প্রধান কারণ হলো এই পণ্যগুলিকে সহজে পরিবহন করা যায় না। তাই কেন্দ্র সরকার UDAN প্রকল্পের মাধ্যমে ৫৮ টি বিমানবন্দরের মাধ্যমে কৃষি পণ্যের দ্রুত পরিবহনের ব্যবস্থা করেছে।

প্রকল্পের সুবিধা:-
১) উৎপাদিত ফসলটি বিক্রয় করে কৃষকরা ভালো টাকা আয় করতে সক্ষম হয়।
২) কৃষি পণ্য গুলিকে বিমানের মাধ্যমে দ্রুত পরিবহন করা যায়।
৩) ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

৩) প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা:-

প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা প্রকল্পটি হল কৃষকদের জন্য একটি পেনশন যোজনা। বার্ধক্যকালে কৃষকরা পেনশন বাবদ কিছু টাকা আয় করে আর্থিক স্বচ্ছন্দ লাভ করতে পারবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা এই প্রকল্পের খাতায় নাম লিখিয়ে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত অর্থ জমা করতে পারবে। সমপরিমাণ অর্থ কেন্দ্র সরকার ঐ কৃষকের অ্যাকাউন্টে জমা দেবে। তারপর কৃষকটির যখন ৬০ বছর বয়স হবে তখন প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে।

সুবিধা:-

১) বার্ধক্যকালের কৃষকরা আর্থিক সহায়তা লাভ করতে পারবে।
২) সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে আর্থিক সহায়তার নিশ্চিত পাওয়া যাবে।
৩) সম্পূর্ণ সরকারি সহায়তা পাবে কৃষকরা।

৪) প্রধানমন্ত্রী কৃষি সেচযোজনা:-

সেচ ছাড়া একটি কৃষি জমিতে ফসল ফলানো যায় না। এই সেচ হল চাষের প্রাণভোমরা। বহু শুষ্ক অঞ্চল এবং বর্ষা নির্ভর এলাকা গুলিতে পর্যাপ্ত জলের অভাবে চাষাবাদ তেমন ভালোভাবে হয় না। এইজন্য প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার মাধ্যমে ওই এলাকাগুলিতে ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা চালু করা হয়। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে জল সংরক্ষণ, খাল সংস্করণ এবং জলাশয় তৈরি করা হয়।

সুবিধা:-
১) এই প্রকল্পটি মাটি এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে।
২) কৃষকদের জলের সমস্যা দূরীভূত হয়।।
৩) প্রযুক্তির মাধ্যমে জলের অপচয় বন্ধ করা হয়।
৪) ফসলের উৎপাদন বাড়ে।

৫) প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা:-
প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা শুরু হয় ২০২৫ সালের জুলাই মাসে। ভারতবর্ষের ১০০ টি পিছিয়ে থাকা কৃষি জেলাগুলির উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা পেয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক মানের বীজ, প্রযুক্তির প্রশিক্ষণ, সংরক্ষণ ব্যবস্থা এবং সরাসরি বিপণন সুবিধা। তবে শুধু ফসল ফলানো নয় এর পাশাপাশি কৃষকরা কিভাবে ফসলটিকে বাজারে বিক্রি করে ভালো টাকা উপার্জন করবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

সুবিধা:-
১) এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে কৃষি কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হয়।।
২) কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ প্রদান করা হয়।
৩) ফসল সংরক্ষণ করার জন্য কোল স্টোরেজের ব্যবস্থা করা হয়।
৪) কৃষকদের কৃষি মার্কেটিং এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া হয়।

পরিশেষে বলা যেতে পারে আমরা সকলেই জানি যে বহুদিন যাবত কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হয় কৃষি কাজ করতে গিয়ে। এই ব্যাপারে কেন্দ্র সরকার যে পাঁচটি প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে সেগুলি যে কৃষকদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা আধুনিকীকরণ ও আত্মনির্ভর করে তুলবে সেই বিষয়ে নিশ্চিত।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group