Job NewsLatest News

ISI তে কর্মী নিয়োগ চলছে!আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ISI Recruitment 2024:পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীদের জন্য একটি বিশাল চাকরির খবর রয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনিস্টিটিউট ( ISI) এর তরফ থেকে নতুন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই নিয়োগটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে তাই দেরি না করে জেনে নিন আজকের এই প্রতিবেদন এর মাধ্যমে  ISI জব রিক্রুটমেন্টের প্রক্রিয়া, যোগ্যতার শর্তাবলী, আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য।

ISI Recruitment 2024: বিবরণ 

নিয়োগ সংস্থা ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনিস্টিটিউট (ISI)
মোট শূন্যপদ১১ টি
পোস্টের নামঅ্যাসিস্ট্যান্ট প্রফেসার গ্রেডে
মাসিক বেতনসরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন।
আবেদন মোডঅফলাইন 
চাকরির স্থানকলকাতা

যোগ্যতা (ISI Recruitment 2024 Eligibility Criteria)

অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গ্রেডে I: এই পদে আবেদনকারী প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে Ph.D এবং একইসঙ্গে রিসার্চ/ টিচিং/ ইন্ডাস্ট্রিয়াল তে তিন বছর কাজের অভিজ্ঞতা।

গ্রেড II : যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে Ph.D এবং সঙ্গে তিন বছরের টিচিং অভিজ্ঞতা।

এই নিয়ে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে তাহলেই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন (How to apply online ISI Recruitment 2024)

প্রার্থীদের আবেদনপত্র জমা করতে অফলাইনের মাধ্যমে। এরজন্য নিচে দেওয়া  পদ্ধতি অনুসরণ করুন:

১) ISI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

২) উপযুক্ত লিংকে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন।

৩) A4 সাইজের প্রিন্ট আউট বের করুন।

৪) ফর্মটি হাতেকলমে নির্ভুলভাবে পূরণ করুন

৫) পূরণকৃত আবেদন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।

আবেদনের তারিখ: আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে আগামী ১৫ ই জুলাই ২০২৪  তারিখের মধ্যে।

www.icical.ac.in

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group