BusinessJob News

বাড়িতে বসেই সরকারি কাজ! ইনকাম হবে প্রতিদিন ২০০০ টাকা, কী করতে হবে জানুন

ভারত সরকার সুযোগ দিচ্ছে। তেমন কোনও যোগ্যতা ছাড়াই, কোনও আবেদন ফি না দিয়েই, নিজের বাড়িতে বসেই কাজ করতে পারবেন। দেশের যে কোনও প্রান্ত থেকেই হবে ইনকাম। মাস গেলে 60,000 টাকারও বেশি আয় হবে।

নিজের ফাঁকা সময় মত কাজ শুরু করলেই হবে। সহজে উপার্জন করতে পারবেন। আপনি যত কাজ করবেন, তত বেশি উপার্জন হবে। কাজ করতে কোনও বেগও পেতে হবে না।

ওয়েবসাইটটির নাম হল Flexibench। এই প্ল্যাটফর্মে, অনুবাদকের কাজ দেয় ভারত সরকার। আপনি যে ভারতীয় ভাষায় দক্ষ, তা থেকে অন্য ভাষায় কনটেন্ট অনুবাদ করাই হবে আপনার কাজ।

এই কাজের করেই, আপনি প্রতিদিন 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অর্থাৎ মাস গেলে যা দাঁড়াচ্ছে 60,000 টাকারও বেশি।

1. Google Chrome ব্রাউজারে ওয়েবসাইটটি ভিজিট করুন।

2. “Sign Up” করে, নিজের ব্যক্তিগত তথ্য অর্থাৎ নিজের নাম, ইমেইল ঠিকানা, এবং ফোন নম্বর দিন।

3. একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে, “Sign Up” বাটনে ক্লিক করুন।

4. এইভাবেই আপনার প্রোফাইল তৈরি হলে, প্রোফাইলে নিজের প্রয়োজনীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে লিখুন ও নিজের ছবি আপলোড করুন।

5. এবার “Save” বাটনে ক্লিক করে নিজের প্রোফাইল Save করলেই Flexibench- এ আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে।

নির্বাচিত কীভাবে হবেন?

প্রথমে, যে ভাষায় অনুবাদকের কাজ করবেন, সেই ভাষার অপশনে ক্লিক করতে হবে।

এবার, ওয়েবসাইট কর্তৃপক্ষ আবেদনকারীর দক্ষতা যাচাই করবে বলে একটি অ্যাসেসমেন্ট টেস্ট নেবে।

আর একবার এই টেস্টে পাশ করতে পারলেই বাজিমাত। অনুবাদ করার জন্য কোম্পানি আপনাকে নির্বাচিত করবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group