Trending

১ লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই চার নিয়ম। নতুন অর্থবর্ষে বড়ো চমক সরকারের।

সাধারণ জনগণের কাছে ১ লা জানুয়ারি, ২০২৪ তারিখ থেকেই নিয়মমাফিক নতুন বছর শুরু হয়ে গেলেও আজ অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে। আর আজ অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকেই অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার নিয়মে পরিবর্তন আনা হবে। আপনি যদি এখনো পর্যন্ত ১ লা এপ্রিল থেকে অর্থনৈতিক ক্ষেত্রে কোন কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে তা না জেনে থাকেন, তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। কোন কোন ক্ষেত্রের নিয়মে কি কি বদল আসতে চলেছে-

আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নিয়ম অনুসারে, সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। বিগত ২০২৩ সালে এই নিয়ম জারি করার পর থেকে নাগরিকদের সুবিধার্থে বারংবার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা সর্বশেষ আপডেট অনুসারে গতকাল অর্থাৎ ৩১ শে মার্চ, ২০২৪ তারিখ আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল। এখনও পর্যন্ত যদি কোনো ভারতীয় নাগরিক নিজের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে তার প্যান কার্ড বাতিল করা হবে এবং পরবর্তীতে ১ হাজার টাকা জরিমানা দিয়ে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার মাধ্যমে পুনরায় প্যান কার্ড কার্যকরী করতে হবে।

Financial year rules 24-25

PF সংক্রান্ত নতুন নিয়ম : আজ অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে PF অ্যাকাউন্ট সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা। আর এই নতুন নিয়ম অনুসারে, আপনি চাকরি পরিবর্তন করলে আপনার পিএফ অ্যাকাউন্ট কোনোরকম সমস্যা ছাড়াই নতুন সংস্থায় ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনার পুরোনো pf অ্যাকাউন্ট অটো মোডে ট্রান্সফার হবে। ইতিপূর্বে যিনি চাকরি পরিবর্তন করছেন তাকে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য আবেদন জানাতে হতো, কিন্তু বর্তমানে কর্মচারীদের সুবিধার দিকে মাথায় রেখে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আর এই নতুন নিয়ম অনুসারে আপনাকে আপনার পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না। সুতরাং, নতুন অর্থনৈতিক বছরে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবেন কর্মচারীরা।

আরও পড়ুন : এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা।

ন্যাশনাল পেনশন স্কিম -এর নিয়মে পরিবর্তন : বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সমগ্র দেশ জুড়ে যেভাবে ডিজিটালাইজেশন -এর প্রভাব ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনভাবেই সাইবার ক্রাইম -এর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। আর তাতেই ন্যাশনাল পেনশন স্কিম -এর অধীনস্থ ব্যক্তিদের এই সাইবার ফ্রড সংক্রান্ত সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য এক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে পেনশন তহবিল নিয়ন্ত্রক -এর তরফে। এই নতুন নিয়ম অনুসারে ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্টে লগইন করার ক্ষেত্রে আপনাকে আধার যাচাইকরণ এবং ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুবা আপনি ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্টে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না। পুরাতন এবং নতুন উভয় ধরনের সুবিধাভোগীদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। আর আজ অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে এই নতুন নিয়মটি কার্যকর করা হবে এমনটাই জানানো হয়েছে পেনশন তহবিল নিয়ন্ত্রকের তরফে।

গুরুত্বপূর্ণ খবরLink
হোয়াটসঅ্যাপ চ্যানেলLink
টেলিগ্রাম চ্যানেলLink

FASTag সংক্রান্ত নতুন নিয়ম : উপরোক্ত সমস্ত বিষয়গুলির পাশাপাশি আজ অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে FASTag সংক্রান্ত নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ইতিপূর্বে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI -এর পক্ষ থেকে জারি করার নিয়ম অনুসারে NHAI -এর তরফে FASTag গ্রাহকদের কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর গতকাল অর্থাৎ ৩১ শে মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত FASTag -এর কেওয়াইসি আপডেটের শেষ সময়সীমা ছিল। আজ অর্থাৎ ১ লা এপ্রিল থেকে কেওয়াইসি ছাড়া FASTag গুলিকে ব্যাংকের তরফে ডিএক্টিভেট করে দেওয়া হবে। সুতরাং, FASTag -এ ব্যালেন্স থাকা সত্ত্বেও আপনি কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন না এবং আপনাকে টোলে দ্বিগুণ ট্যাক্স দিতে হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group