অবশেষে বিনামূল্যে 5G ব্যবহারের দিন শেষ। এবার 5G ব্যবহার করবার জন্যও গুনতে হবে টাকা।

আমরা যারা Jio অথবা Airtel ব্যবহার করি তারা ফ্রীতে 5G ইন্টারনেটের সুবিধা নিয়ে থাকি। গতবছর অর্থাৎ ২০২৩ অক্টোবর মাস থেকে জিও 5G সকলের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়। এবং এতোদিন Jio গ্রাহকরা সেই ইন্টারনেট পরিষেবা ফ্রীতে ব্যবহার করছিল। ঠিক সেভাবেই ২০২৩ সালের আগস্টে Airtel তাদের 5G পরিষেবা চালু করে এবং গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়। এই দুটি কোম্পানিই প্রথম অবস্থায় খুব কম শহরে 5G নেটওয়ার্ক প্রোভাইড করলেও ধীরে ধীরে 5G এর এরিয়া বৃদ্ধি করে।

তবে শোনা যাচ্ছে যে, এই বছর অর্থাৎ ২০২৪ সালের সেকেন্ড কোয়াটার থেকে আর ফ্রীতে 5G ব্যবহার করা যাবে না। সেকেন্ড কোয়াটার থেকে 5G নেটওয়ার্ক ব্যবহার করলে দিতে হবে চার্জ। অর্থাৎ বর্তমানে Jio ও Airtel এর যেরকম 4G প্যাক রয়েছে, ঠিক সেভাবেই 5G কেও নির্দিষ্ট কিছু প্যাকের আন্ডারে নিয়ে আসা হবে। এবং গ্রাহকরা 5G ব্যবহার করলে তাদের 5G প্যাক রিচার্জ করতে হবে।

New 5G data packs

5G প্যাকের দাম : বিশেষজ্ঞদের মতে, 4G প্যাকের দাম যতটা রয়েছে 5G প্যাকের দাম তার থেকে ১০% বেশি হতে চলেছে। অর্থাৎ 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চাইলে গ্রাহকে ১০% এক্সট্রা টাকা দিতে হবে। অবশ্য এখানে আরো একটি কথা বলা উচিৎ যে, 4G নেটওয়ার্ক এর তুলনায় 5G নেটওয়ার্ক বেশি নেট কনজিউম করে। অর্থাৎ বর্তমান সময়ে আপনার ২ জিবি ডেটা দিয়ে গোটা দিন চলে গেলেও 5G ব্যবহার করলে ২ জিবি ডেটা দিয়ে আপনার গোটাদিন যাবে না। তার জন্য আপনাকে এক্সট্রা ডেটা প্যাক নিতে হবে।

5G নেটওয়ার্ক ব্যবহার : 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনার অবশ্যই 5G ফোন নিতে হবে। আপনার কাছে যদি 4G ফোন থাকে এবং সেই ফোনে যদি আপনি 5G ডেটা প্যাক রিচার্জ করেন তবে কোনো ফল পাবেন না। কিন্তু আপনার কাছে যদি 5G ফোন থাকে সেক্ষেত্রে আপনি 5G ও তার নীচে যেসমস্ত নেটওয়ার্ক রয়েছে সমস্ত নেটওয়ার্ক চালাতে পারবেন।

আরও পড়ুন : ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। মাসিক বেতন ৩০ হাজার টাকা। বিস্তারিত জেনে নিন।

4G নেটওয়ার্ক কি বন্ধ হয়ে যাবে : কিছু কিছু ব্যাক্তি মনে করছেন পুরোপুরি 5G লঞ্চ করার পর 4G বন্ধ হয়ে যাবে। এটা একটি ভুল ধারণা। 5G পুরোপুরিভাবে লঞ্চ করার পরও 4G নেটওয়ার্ক আগের মতন‌ই চলবে। এবং আপনি আপনার কাছে থাকা 4G মোবাইল ব্যবহার করে বর্তমান সময়ের মতনই 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

Leave a Comment