ভোটের আবহে দাম বাড়তে চলেছে রিচার্জ প্যাকের। কত খরচ বাড়বে?

বর্তমানে সমগ্র দেশজুড়ে লোকসভা ভোটের আবহে রীতিমতো সাজো সাজো রব। আর এই সময়ে দাঁড়িয়ে বিশেষজ্ঞদের তরফে এমন এক দাবি প্রকাশ্যে আনা হলো যা শুনে রীতিমতো মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের। বিশেষজ্ঞদের মতামত অনুসারে, লোকসভা নির্বাচনের সমাপ্তি ঘটলেই সমগ্র দেশব্যাপী রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি পেতে চলেছে। বিশেষজ্ঞদের তরফ থেকে এই দাবি প্রকাশ্যে আনার পর থেকেই রিচার্জ প্যাকের মূল্যবৃদ্ধির বিষয়টি সমগ্র দেশের আমজনতার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

কি দাবি করা হয়েছে : চলতি মাসে অর্থাৎ এই এপ্রিল মাস থেকেই সমগ্র দেশব্যাপী লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। ১৯ শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর তা চলবে ১ লা জুন পর্যন্ত। আর নির্বাচন প্রসঙ্গে ইতি টানলেই বিভিন্ন টেলিকম ইন্ডাস্ট্রিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করবে বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। সুতরাং, আগামী দিনে দেশব্যাপী রিচার্জ প্ল্যানের দাম আরো বাড়ানো হবে। যার জেরে লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই পুনরায় সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

Recharge packs

কত খরচ বাড়বে : ২০২১ সালে সমগ্র ভারতব্যাপী শেষবারের মতো রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন বিভিন্ন কোম্পানিগুলি তাদের রিচার্জ প্যাকের দাম ২০% পর্যন্ত বৃদ্ধি করেছিল। আর এবারে পুনরায় তা ১৫ শতাংশ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে এমনটাই দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ভারতের অন্যতম উল্লেখযোগ্য টেলিকম সংস্থা এয়ারটেলের গ্রাহক প্রতি গড় আয় বর্তমানে ২০৮ টাকা, যা আগামী দিনে ২৮৬ টাকায় পৌঁছোতে পারে। লোকসভা ভোটের পর এয়ারটেলের গ্রাহক পিছু গড় আয় ৫৫ টাকা করে বাড়তে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : রাজ্য সরকারের তরফে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করা হচ্ছে। কারা কারা এই সুবিধা পাবেন জেনে নিন।

মধ্যবিত্তের ভাঁড়ারে টান : বর্তমান সময়ে দাঁড়িয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোন এবং ইন্টারনেট। দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে আমজনতার নাজেহাল দশা আর এমতাবস্থায় পুনরায় রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি করা হলে সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যা সম্মুখীন হতে হবে বলেই মনে করা হচ্ছে।