সরকারের এই পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপ মোবাইলে থাকলে সমস্ত কাজ হবে সহজ

বর্তমান সময়ে ভারত সরকার সমস্ত কিছু ডিজিটালি করবার জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহন করছেন। তারই মধ্যে একটি উদ্যোগ ডিজিটাল অ্যাপ। আজ যে কাজ আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে দু মিনিটে করে নিতে পারি সেই একই কাজ আজ থেকে দুবছর আগে করতে আমাদের দুদিন সরকারি অফিসের চক্কর কাটতে হতো। আজ আমরা আলোচনা করবো এমন পাঁচটি সরকারি অ্যাপের ব্যাপারে যেগুলো আপনার মোবাইলে থাকলে আপনার অনেক মূল্যবান সময় বেঁচে যাবে।

(A) UMANG অ্যাপ

UMANG অ্যাপ কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে যেকোনো সরকারি প্রকল্পের সম্বন্ধে ইনফরমেশন পেতে পারেন এবং সরাসরি এই অ্যাপ থেকে সরকারের যেকোনো প্রকল্পে আবেদন করাও যেতে পারে। আগে সাধারণ মানুষদের সরকারি প্রকল্পের সুবিধা নেবার জন্য বিভিন্ন সরকারি অফিস বা ব্যাঙ্কের চক্কর কাটতে হতো কিন্তু এই অ্যাপ সেই সমস্ত সমস্যার সমাধান করেছে। আপনি আপনার মোবাইলে এই অ্যাপ ইনস্টল করে যেকোনো সরকারি প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারবেন।

UMANG

(B) DigiLocker অ্যাপ

সরকারের আরো একটি অসাধারণ অ্যাপ হলো DigiLocker। আমরা সবসময় সমস্ত দরকারি কাগজপত্রের কপি সঙ্গে নিয়ে চলতে পারি না। বিভিন্ন সময় এমন অনেক ডকোমেন্সের প্রয়োজন হয় যেটার হার্ডকপি বা সফ্ট কপি আমাদের কাছে থাকে না। সেক্ষেত্রে আমাদের সাহায্য করে এই DigiLocker অ্যাপ। DigiLocker এ আপনার সমস্ত ডকোমেন্স সফ্ট কপি হিসেবে সেভ থাকে। এই অ্যাপ ইনস্টল করে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। ব্যাস তারপরেই আপনার সমস্ত সরকারি ডকোমেন্স আপনি এই অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং এই অ্যাপ থেকে পাওয়া সমস্ত ডকোমেন্স গোটা ভারতের যেকোনো জায়গায় গ্রহনযোগ্য।

DigiLocker

(C) mParivahan অ্যাপ

আমরা যারা গাড়ি বা বাইক চালাই তাদের বহুসময় ট্রাফিক পুলিশের সম্মুখীন হতে হয় এবং ট্রাফিক পুলিশ ভেরিফিকেশনের জন্য RC ও DL দেখতে চায়। অনেক সময় আমরা গাড়ির কাগজপত্র ভুল করে বাড়িতে রেখে দিয়ে চলে আসি এবং সেই সময় সেই গুরুত্বপূর্ণ ডকোমেন্স ট্রাফিক পুলিশকে না দেখাতে পারার জন্য আমাদের চালান কাটা হয়। এই সমস্যা থেকে আপনাকে বাঁচাবে এই mParivahan অ্যাপ। আপনি এই অ্যাপের মাধ্যে আপনার ভার্চুয়াল RC এবং DL সেভ করে রাখতে পারেন। এবং পরে ট্রাফিক পুলিশ দেখতে চাইলে তাদের দেখাতে পারেন। আসল RC এবং DL এর মতো ভার্চুয়াল RC এবং DL ও সমান ভাবে গ্রহনযোগ্য।

mParivahan

আরও পড়ুন:- UPI তে হতে চলেছে ৫ টি বড়ো পরিবর্তন। UPI ব্যবহার করলে এখনই জেনে নিন।

(D) Skill India Digital অ্যাপ

আপনারা যারা চাকরি-বাকরি খুঁজছেন তাদের জন্য Skill India Digital অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই অ্যাপটি ইনস্টল করলে আপনি কিছু কোর্স দেখতে পাবেন। আপনাকে আপনার নিজের ইন্টারেস্ট অনুযায়ী কোর্স সার্চ করে সেটি কমপ্লিট করতে হবে। কোর্স কমপ্লিট হলে আপনাকে সরকারের তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেট নতুন চাকরি পেতে আপনার CV এর গুরুত্ব বাড়াবে। অপরদিকে আপনি যখন অ্যাপ থেকে কোর্সটি কমপ্লিট করবেন তখন সেখানেই আপনাকে বিভিন্ন রকম চাকরির আবেদনের সুযোগ দেওয়া হবে।

Skill India Digital

(E) Meri Panchayat অ্যাপ

আপনার বাড়ি যদি পঞ্চায়েত এলাকায় হয় তবে এই অ্যাপটি আপনার জন্য। সাধারণত পঞ্চায়েত এলাকায় খুব সহজে সুবিধা পৌছায় না। যেটুকু পৌছায় তার খবর বেশিরভাগ মানুষ জানতেই পারে না। এই সমস্যা সমাধানের জন্য সরকার Meri Panchayat অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার পঞ্চায়েতের প্রত্যেকটি অ্যাকটিভির ওপরে নজর রাখতে পারবেন এবং পঞ্চায়েতে কোনো সরকারি সুবিধা এলে এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

Meri Panchayat
অ্যাপলিঙ্ক
UMANGলিঙ্ক
DigiLockerলিঙ্ক
mParivahanলিঙ্ক
Skill India Digitalলিঙ্ক
Meri Panchayatলিঙ্ক

ওপরে উল্লেখিত পাঁচটি অ্যাপই কেন্দ্রীয় সরকারের অ্যাপ এবং সব কটি অ্যাপই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপের সুবিধা নিতে হলে সবার প্রথমে রেজিষ্ট্রেশন করুন এবং তারপর লগিন করে অ্যাপ ব্যবহার করুন।

Leave a Comment