আধার কার্ড ব্যবহার করেই খোলা যাবে UPI আইডি। কিভাবে করবেন জেনে নিন।

বর্তমানে ভারতের বড়ো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ লেনদেনের জন্য UPI কে ব্যবহার করে থাকে। UPI আমাদের জীবন শুধু সহজই করেনি, এনেছে বড়ো পরিবর্তন। শুধুমাত্র মোবাইলে থাকা UPI অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি অপর জনকে টাকা ট্রান্সফার করতে পারেন।

বর্তমান সময়ে UPI অ্যাপের লিস্ট দেখতে গেলে GPay, PhonePe এর মতো অ্যাপ গুলোর মাধ্যমে সাধারণ মানুষ UPI এর ব্যবহার করে থাকেন। তবে আপনি যদি UPI এর মাধ্যমে টাকা লেনদেন করতে চান তবে সবার প্রথমে আপনাকে যেকোনো একটি UPI অ্যাপে রেজিষ্ট্রেশন করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ডের মাধ্যমে আপনার UPI অ্যাকাউন্ট সচল করতে হবে। কিন্তু এমন বহু মানুষ রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টতো রয়েছে, তবে ডেবিট কার্ড নেই। তারা চাইলেও UPI এর মাধ্যমে লেনদেন করতে পারেন না। আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি পদ্ধতি আলোচনা করতে চলেছি যেখানে আপনারা ডেবিট কার্ডের বদলে আধার কার্ডের মাধ্যমেও আপনার UPI অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন।

BHIM UPI

BHIM UPI APP:- আপনি যদি আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার UPI অ্যাকাউন্ট লগ ইন করতে চান তবে সবার প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে BHIM UPI APP ডাউনলোড করে নিন। এরপর আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাপে লগ ইন করে নিন। এরপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করে নিন। এরপর আপনার সামনে দুটি অপশন আসবে UPI সেট করবার জন্য। একটি ডেবিট কার্ড, অপরটি আধার কার্ড।

BHIM UPI APPLink
BHIM UPI WebsiteLink

আপনাকে আধার কার্ডের অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার কাছে আপনার আধার কার্ডের ফাস্ট ৬ টি সংখ্যা চাওয়া হবে। সেটা সঠিক ভাবে লিখে সাবমিট করলে আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইলে একটি OTP আসবে। OTP টি সঠিক স্থানে বসিয়ে আপনার ব্যাঙ্ক থেকে পাঠানো OTP বসাতে হবে এবং সবশেষে আপনাকে আপনার UPI PIN জেনারেট করে নিতে হবে। ব্যাস এটুকু কাজ করলেই আপনার UPI অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে।

আরও পড়ুন:- এখন ঘরে বসে বানিয়ে নিন নতুন ভোটার আইডি কার্ড। রইলো সমস্ত পদ্ধতি।

এখন আপনি সেই UPI অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানো থেকে শুরু করে টাকা রিসিভ করা, ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা সবই করতে পারবেন। তবে আর দেরি কিসের, আপনার যদি ডেবিট কার্ড না থাকে তবে এখনই এই পদ্ধতি অবলম্বন করে UPI আইডি তৈরি করুন।