পিছিয়ে গেল UPSC পরীক্ষার তারিখ, নতুন তারিখ জেনে নিন।

সমগ্র ভারতব্যাপী যেসমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি পরীক্ষা হলো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির তালিকায় এটি অন্যতম। প্রত্যেক বছর সমগ্র ভারতের প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী IAS, IPS, IFS হওয়ার স্বপ্ন নিয়ে UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তবে চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে নির্ধারিত সময়ে সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হবে না, এমনটাই জানানো হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC -এর তরফে।

কেন এই সিদ্ধান্ত : UPSC -এর তরফে সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত এই নয়া নির্দেশিকা প্রকাশ্যে আনার পর থেকেই মূল যে প্রশ্নটি সামনে এসেছে তা হল, কেন ইউপিএসসি -এর কর্মকর্তাদের তরফে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আর এই প্রশ্নের উত্তরে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, খুব শীঘ্রই সমগ্র ভারতব্যাপী লোকসভা নির্বাচনের আয়োজন করা হবে, যার কারণে সিভিল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের কারণেই সিভিল সার্ভিসের পরীক্ষাটি ২০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে ইউপিএসি এর তরফে প্রকাশিত নোটিশ অনুসারে। যদিও এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষার্থীদের মধ্যে চিন্তা ছাপ পড়লেও পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অতিরিক্ত ২০ দিন সময় পাওয়ায় তা পরীক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে।

UPSC New Routine

সিভিল সার্ভিস পরীক্ষার নতুন রুটিন (UPSC Exam Date) : ২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারি ইউপিএসি -এর তরফে সিভিল সার্ভিস -এর প্রিলিমস পরীক্ষার দিন সম্পর্কে একটি নোটিশ প্রকাশ করা হয়। এই নোটিশে জানানো হয়েছিল যে আগত মে মাসের ২৬ তারিখ অর্থাৎ ২৬ শে মে, ২০২৪ তারিখে সিভিল সার্ভিস পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কিন্তু ১৬ ই মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়, আর তাতেই ইউপিএস -এর তরফে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে বদল আনা হয়। সমগ্র ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নতুন নোটিশ জারি করা হয় এবং এই নোটিশে সিভিল সার্ভিস -এর প্রিলিমস পরীক্ষার নতুন নির্ঘণ্টা সম্পর্কে জানানো হয়। ইউপিএসসি -এর তরফে প্রকাশিত নোটিশ অনুসারে জানা গিয়েছে যে, আগত ১৬ ই জুন, ২০২৪ তারিখে সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

Official WebsiteLink
গুরুত্বপূর্ণ খবরLink

স্ক্রিনিং টেস্টের দিন পরিবর্তন : শুধুমাত্র সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষার দিনক্ষণ পরিবর্তিত হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি পরিবর্তন হয়েছে ইন্ডিয়ান ফরেন্স সার্ভিস এক্সামিনেশনের স্ক্রিনিং টেস্ট -এর তারিখও। ইউপিএসসি -এর তরকে প্রকাশিত নোটিশ অনুসারে জানা গিয়েছে যে, ইন্ডিয়ান ফরেন্স সার্ভিস এক্সামিনেশন -এর ক্ষেত্রে ২৬ শে মে, ২০২৪ তারিখ থেকে স্ক্রিনিং টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তাও বাতিল করা হয়। আগত ১৬ ই জুন, ২০২৪ তারিখের পর থেকে এই সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পুনরায় কার্যকর করা হবে।

আরও পড়ুন : আবেদন করুন প্রধানমন্ত্রী জন ধন যোজনায় এবং পেয়ে যান একাধিক সরকারি সুবিধা।

মেইনস পরীক্ষার তারিখ : প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, সিভিল সার্ভিস পরীক্ষাটি মূলত তিনটি পর্যায় গ্রহণ করা হয়ে থাকে। প্রথমে প্রিলিমস পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে মেইনস পরীক্ষা গ্রহণ করা হয় এবং তাতে উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ গ্রহণ করা হয়। এই তিনটি স্তরে উত্তীর্ণ হতে পারলে তবেই IAS, IPS, IFS হওয়া সম্ভব। প্রিলিমস পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের পাশাপাশি এই দিন ইউপিএসসি -এর তরফে মেইনস পরীক্ষার দিন সম্পর্কেও ঘোষণা করা হয়েছে। ইউপিএসসি -এর তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে পাঁচ দিন ধরে সিভিল সার্ভিসের মেইনস পরীক্ষা গ্রহণ করা হবে। তবে নির্বাচনের কারণে যেকোনো পরীক্ষা পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে আসা এই প্রথম নয়। ইতিপূর্বেও নির্বাচনের কারণে বিভিন্ন পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীর পর এই প্রথম লোকসভা নির্বাচনের কারণে সিভিল সার্ভিস পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো, যা আখেরে পরীক্ষার্থীদের জন্যই ফলপ্রদায়ী হবে বলে মনে করছেন সিভিল সার্ভিস পরীক্ষার্থী সহ অভিভাবকেরা।

Leave a Comment