সস্তা হলো রেল নীর জল, কত টাকা কমলো দাম!
পূজার ঠিক প্রাক মুহূর্তে রেল যাত্রীদের জন্য খুশির খবর। এখন থেকে রেলের নীর জলের ওপরেও জিএসটি ছাড় পেতে চলেছে রেল যাত্রীরা। কেন্দ্র সরকারের তরফে জিএসটির হার পরিবর্তন করার পরেই অনেক জিনিসের দাম কমে যাচ্ছে ২২শে সেপ্টেম্বর থেকে। সেই তালিকার মধ্যে রয়েছে রেলের নীর জলের বোতল। নীর জল হল ভারতীয় রেলের নিজস্ব প্যাকেজ ড্রিংকিং ওয়াটার। এখন থেকে এই জল অনেকটা সুলভ মূল্যেই পেয়ে যাবেন যাত্রীরা।
২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হচ্ছে। এর ফলে বিভিন্ন দ্রব্যের দাম অনেকটাই কমে গিয়েছে। যার সাধারণ মানুষদের অনেকটাই স্বস্তির কারণ। ইতিমধ্যে রেলের দপ্তরে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নীর জলের বোতলে এক টাকা করে দাম কমবে। ভারতীয় রেলের নিজস্ব প্যাকেজিং ড্রিংকিং ওয়াটার শুধুমাত্র রেলস্টেশন এবং রেলের ভেতরেই বিক্রি হয়।
নতুন হারে জিএসটি কার্যকর করার আগে পর্যন্ত ১ লিটার নীর জলের দাম ছিল ১৫ টাকা। ১ টাকা কমার ফলে এখন থেকে দাম হবে ১৪ টাকা। অন্যদিকে ৫০০ লিটার এই দলের দাম ছিল ১০ টাকা, এখন থেকে দিতে হবে ৯ টাকা। ভারতীয় রেলের প্রত্যেক স্টেশনের জন্য এই জলের দাম একই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন হারে জিএসটি কার্যকর হওয়ার ফলে শুধুমাত্র রেলের নিজস্ব প্যাকেজিং ড্রিংকিং ওয়াটার নয়, সমস্ত ব্র্যান্ডের জলের বোতলের দামই সস্তা হয়েছে।
আরোও পড়ুন:- পশ্চিমবঙ্গের টোটো চালকদের জন্য নতুন নীতি ঘোষণা পরিবহন দপ্তরের, কোন কোন নিয়ম বিধি ঘোষনা করা হলো!
প্রসঙ্গত, প্রথম পরকাঠামো চালু হওয়ার ৮ বছর পর নরেন্দ্র মোদি কর কাঠামোতে পরিবর্তন আনলো। নতুন হারে জি এস টি কার্যকর করার ফলে বিরোধীদল কংগ্রেস অনেকটাই সন্তুষ্ট হয়েছেন। কংগ্রেসের মতে, রাহুল গান্ধীর জটিল কর কাঠামো থেকে নরেন্দ্র মোদির কল কাঠামো অনেকটাই সরল প্রকৃতির।
সেপ্টেম্বর মাসের ৩ তারিখ জিএসটি কাউন্সিল কেন্দ্রীয় সরকারের নতুন হারে জিএসটি কার্যকর করেন। নতুন নিয়ম অনুযায়ী, ২২শে সেপ্টেম্বর থেকে চারটির বদলে দুটি জিএসটি হার কার্যকর হবে। এক ৫ শতাংশ এবং অন্যটি ১৮ শতাংশ। হলে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য দাম হ্রাস পাবে, যার সুবিধা সরাসরি পাবে সাধারণ মানুষ।
অন্যদিকে রেল মন্ত্রক এর ঘোষণা অনুযায়ী, ভারতীয় রেলের নিজস্ব প্যাকেজিং ড্রিঙ্ক নীর জলের দাম কমায় রেলযাত্রীদেরও সরাসরি সুবিধা এনে দেওয়া হল জিএসটি হার কমানোর ফলে।




