আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ। মাসিক বেতন ১৭ হাজার টাকা।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গোটা রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরি বিষয়ক বিস্তারিত তথ্য, যেমন- শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
কোন পদে নিয়োগ হবে : অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী Group D পদে কর্মী নিয়োগ হতে চলেছে।
মোট শূন্যপদের সংখ্যা : মোট ১০ টি শূন্যপদে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ কর্মী নিয়োগ করতে চলেছে। এই ১০ জনের মধ্যে জেনারেল ৩ টি, SC ২ টি, ST ১ টি, OBC ২ টি এবং EWS এর জন্য ১ টি শূন্যপদ রাখা রয়েছে।
যোগ্যতা : এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
বেতন : এই পদে যারা চাকরি পাবে তাদের মাসিক ১৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন : রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন? পদ্ধতি জেনে নিন।
আবেদন পদ্ধতি : এই চাকরির জন্য আবেদন করতে হলে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক নীচে দেওয়া রইলো। আবেদন ফর্মটি ওপেন করে সঠিক পদ্ধতিতে সমস্ত তথ্য ফিলাপ করতে হবে এবং সবশেষে ডকোমেন্স আপলোড করে আবেদন পত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকোমেন্স : আবেদন করবার জন্য আবেদনকারীর সদ্য তোলা একটি ছবি, আবেদনকারীর সিগনেচার এবং অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট প্রয়োজন হবে। ডকোমেন্স গুলো Jpg অথবা Jpeg ফর্মেটে আপলোড করতে হবে। এবং ছবির ক্ষেত্রে ৫০ কেবি। সিগনেচারের ক্ষেত্রে ২০ কেবি এবং অষ্টম পাশ সার্টিফিকেটের ক্ষেত্রে ২০০ কেবির মধ্যে ডকোমেন্স সাইজ রাখতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ : আবেদন শুরু হয়েছে ১৪ই মার্চ, ২০২৪ তারিখে। এবং আবেদন চলবে ২১শে এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত।




