Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

এবার রেশন লাইনে দাঁড়ানো থেকে মিলবে মুক্তি! জনগণের জন্য বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের

WhatsApp Image 2024 08 18 at 8.34.37 PM

রেশন দোকানে গ্রাহকদের হয়রানি কমাতে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের।  রেশন কার্ডের (Ration Card) ঠিকানা বা ডিলার বা ফোন নম্বর বদল করতে হলে যেতে হবে না রেশন অফিসে। রেশন গ্রাহকদের হয়রানি ঠেকাতে খাদ্য দপ্তর নিয়েছে বড় সিদ্ধান্ত। রেশন কার্ডের (Ration Card) এই সুবিধাগুলি এবার পাওয়া যাবে বাড়ি বসেই।

রেশন কার্ড (Ration Card) নিয়ে নয়া আপডেট

খাদ্য দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে এই বিষয়ে প্রচার বৃদ্ধি করতে। সাধারণ মানুষকে এই ব্যাপারে অবগত করতে নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দপ্তর জানাচ্ছে, যদি কেউ রেশন কার্ডে (Ration Card) থাকা ঠিকানা, রেশন ডিলার অথবা ফোন নম্বর বদল করতে চান তাহলে তাকে আর রেশন (Ration) অফিসে গিয়ে পড়ে থাকতে হবে না।

পূরণ করতে হবে না আবেদনপত্র। শুধুমাত্র স্মার্ট ফোনের সাহায্যেই ঘরে বসে বা যেকোনো জায়গা থেকে করা যাবে এই কাজ। অনলাইনে এই কাজ করার জন্য অবশ্য মোবাইল নম্বরের সাথে লিংক থাকতে হবে আধার। অনলাইনে নিজের ইচ্ছামত আপনার রেশন কার্ড (Ration Card) সংশোধন বা সংযোজন করতে পারবেন।

এছাড়াও ই-রেশন কার্ড ডাউনলোড করা যাবে অনলাইনে। রেশন কার্ড (Ration Card) সংশোধনের (Correction) জন্য লগইন করতে হবে food.wb.gov.in-এ। সেখানে গিয়ে ক্লিক করতে হবে সেল্ফ সার্ভিস ফর রেশন কার্ড অপশনে। তারপর আপনার মোবাইল নম্বরে আসবে ওটিপি। সঠিক ওটিপি দিয়ে লগইন করলে খুলে যাবে নতুন পেজ।

এখানেই আপনারা আপনাদের রেশন কার্ড (Ration Card) সংশোধন করতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সাধারণ মানুষকে অবগত করেন। খাদ্য দপ্তরের (Food and Supply Department) এই পরিষেবার ফলে অনেকটাই কমবে সাধারণ মানুষের হয়রানি। এছাড়াও স্বচ্ছতা থাকবে কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *