Government SchemeLatest News

রাজ্যে তপশিলি জাতীয় আদিবাসী ও ওবিসি শংসাপত্র পত্র পাওয়ার জন্য কারা আবেদন করবেন 

পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত তপশিলি জাতি আদিবাসী এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত এই রাজ্যের মানুষ এপ্লিকেশন  from-1A-পূরণ করে জমা দেবেন (দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক)

কি কি নথি প্রয়োজন:-

1- ভোটার কার্ড/ স্বাস্থ্য সাথী কার্ড/ আধার কার্ড( পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা/, ভমি পুত্র হিসেবে প্রমাণ দেয়ার জন্য।)
2- বাবার বংশের দিকের জাতিগত শংসাপত্র এবং পারিবারিক বিবরণ/ অন্য কোন শংসাপত্র যা দিয়ে তিনি যে ওই জাতি/ সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায়।
3-  আবেদনকারী পরিচয় পত্র হিসেবে( আধার কার্ড/ স্বাস্থ্য সাথী কার্ড)
4- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
5- আবেদনকারীর মোবাইল নাম্বার 

কোন নথি জমা না দিতে পারলেও আবেদনপত্র গ্রহণ করা হবে এবং স্থানীয় তদন্ত বা শুনানির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হবে।

যোগাযোগ:-  সরকার ক্যাম কার সার্টিফিকেট(Castecertificatewb.gov.in)পোর্টালে আবেদন করতে পারেন 

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group