পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত তপশিলি জাতি আদিবাসী এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত এই রাজ্যের মানুষ এপ্লিকেশন from-1A-পূরণ করে জমা দেবেন (দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক)
কি কি নথি প্রয়োজন:-
1- ভোটার কার্ড/ স্বাস্থ্য সাথী কার্ড/ আধার কার্ড( পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা/, ভমি পুত্র হিসেবে প্রমাণ দেয়ার জন্য।) |
2- বাবার বংশের দিকের জাতিগত শংসাপত্র এবং পারিবারিক বিবরণ/ অন্য কোন শংসাপত্র যা দিয়ে তিনি যে ওই জাতি/ সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায়। |
3- আবেদনকারী পরিচয় পত্র হিসেবে( আধার কার্ড/ স্বাস্থ্য সাথী কার্ড) |
4- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো |
5- আবেদনকারীর মোবাইল নাম্বার |
কোন নথি জমা না দিতে পারলেও আবেদনপত্র গ্রহণ করা হবে এবং স্থানীয় তদন্ত বা শুনানির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হবে।
যোগাযোগ:- সরকার ক্যাম কার সার্টিফিকেট(Castecertificatewb.gov.in)পোর্টালে আবেদন করতে পারেন