ভোটের জন্য ছুটি ঘোষণা করলো রাজ্যের অর্থ দপ্তর। কবে কোথায় ছুটি জেনে নিন।

গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে। প্রকাশিত হয়েছে ভোট গ্রহনের তারিখ। এর পাশাপাশি কবে কোথায় ভোট হতে চলেছে এও প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্য প্রশ্চিমবঙ্গে সাতটি দফায় ভোট হবে এবং এই সাতটি দফায় বিভিন্ন অঞ্চলে ভোট হতে চলেছে। এই লিস্ট প্রকাশ পাবার পর কেন্দ্র সরকার সবেতন ছুটির নোটিফিকেশন জারি করে ছিল। কিন্তু গতকাল অথাৎ ২৭শে মার্চ, ২০২৪ তারিখে রাজ্যের অর্থদপ্তর একটি নোটিফিকেশন জারি করে রাজ্যে ভোটের দিনগুলোতে ছুটি ঘোষণা করেছে।

নোটিফিকেশনে কি বলা হয়েছে : অর্থদপ্তর থেকে প্রকাশিত নোটিফিকেশনে বলা হয়েছে যে কেন্দ্রে যেদিন ভোট রয়েছে সেই কেন্দ্রে সেদিন ছুটি থাকতে চলেছে। অর্থাৎ আপনার শহরে যেদিন ভোট হতে চলেছে সেদিন ভোট দিতে যাবার জন্য আপনি ছুটি পেতে চলেছেন।

আরও পড়ুন : আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ। মাসিক বেতন ১৭ হাজার টাকা।

নোটিফিকেশনে আরো বলা হয়েছে শুধু অফিস নয়, নির্দিষ্ট দিনগুলিতে বিদ্যালয়ও বন্ধ থাকতে চলেছে৷ এছাড়াও আপনার কর্মক্ষেত্র যদি আপনার বাড়ি থেকে দূরে হয় তবুও আপনি সেদিন ছুটি পাবেন। মানে ধরুণ আপনার বাড়ি কোচবিহার কিন্তু আপনার কর্মক্ষেত্র বালুরঘাট। কোচবিহারে ভোট হতে চলেছে এপ্রিল মাসের ১৯ তারিখ। সেদিন কোচবিহারে ভোটের জন্য ছুটি থাকলেও বালুরঘাটে সেদিন ছুটি নেই। কিন্তু আপনার ভোটকেন্দ্র যেহেতু কোচবিহারে সেজন্য আপনি ১৯ তারিখ ছুটি পাবেন।

অতিরিক্ত ছুটি : নোটিফিকেশনের একটি পয়েন্টে বলা হয়েছে ভোটের আগের দিন পুলিং বুথ এবং যেসমস্ত জায়গায় ভোটের জিনিসপত্র রাখা হয়ে সেই জায়গা গুলোতে ছুটি থাকতে চলেছে। এরই সঙ্গে কোনো ভোটকেন্দ্রে যদি ভোট শেষ হতে অনেকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে ভোটের পরেরদিনও ভোটকর্মীরা ছুটি পেতে চলেছে।

Official WebsiteLink
Official NotificationLink

মোদ্দা কথা, গোটা রাজ্যের যে কেন্দ্রে যেদিন ভোট রয়েছে সেই কেন্দ্রে সেদিন পুর্নদিবস ছুটি থাকবে।

Leave a Comment