বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো নতুন বাজেটে।

আজ বিধানসভায় বাজেট পেশ হবার সাথে সাথে গোটা রাজ্য জুড়ে মানুষদের জন্য বিভিন্ন রকম সুবিধা ঘোষণা করলেন রাজ্য সরকার। কেন্দ্রের বাজেটের পর সকলেই অপেক্ষা করেছিলেন রাজ্য বাজেট কবে প্রকাশ করা হবে। আজ অর্থাৎ ৮ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট পেশ করা হলো। এই বাজেটে DA বাড়ানোর সাথে সাথে বিভিন্ন প্রকল্প ও চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বাজেটে কি কি পরিবর্তন করা হলো একনজরে দেখে নেওয়া যাক।

লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি:-

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এতোদিন এই প্রকল্পের আন্ডারে সাধারণ মহিলারা মাসিক ৫০০ টাকা করে পেতেন এবং SC-ST সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন। কিন্তু বাজেট পেশ হবার পর এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন সাধারণ মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা এবং SC-ST সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা করে পাবেন।

গুরুত্বপূর্ণ বিষয় এই যে, এই বাড়তি টাকা আপনারা এই মাস বা পরের মাস থেকে পাবেন না। এই টাকা আপনারা আগামী অর্থবর্ষ অর্থাৎ মে মাস থেকে পাবেন।

আরও পড়ুন:- SBI তাদের গ্রাহকদের জন্য জারি করলো দুইটি নতুন নিয়ম। আপনার অ্যাকাউন্ট SBI তে থাকলে জেনে নিন এখন‌ই।

DA বৃদ্ধি:-

জানুয়ারি মাসে রাজ্য সরকার সরকারি কর্মীদের ৪% DA বৃদ্ধি করেছিল। যার ফলে বর্তমানে রাজ্য সরকারের সরকারি কর্মীরা ১০% হারে DA পাচ্ছেন। আজ বাজেট পেশ করার পর আরো ৪% DA বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। অর্থাৎ আগামী মে মাস থেকে সমস্ত রাজ্য সরকারের কর্মীরা ১৪% হারে DA পেতে চলেছেন।

নতুন চাকরি:-

এবারের বাজেটে সমস্ত কিছুর সঙ্গে রাজ্য সরকার যুবক-যুবতীদের চাকরির ব্যাপারেও ঘোষণা করেছে। নতুন বাজেট পেশের ম্যানুয়াল অনুযায়ী ৫ লক্ষ বেকার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

West Bengal Budget 2024

সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি:-

নতুন বাজেট অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতনে পরিবর্তন আনা হয়েছে। এই সমস্ত কর্মীদের বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্য পুলিশে এদের কোটা ১০% বাজানো হয়েছে। আগে এই কোটা ছিল ১০% বর্তমানে সেই কোটা বাড়িয়ে ২০% করে দেওয়া হয়েছে। এছাড়াও অবসরের সময় এই সমস্ত কর্মীরা ২ লক্ষ বা ৩ লক্ষ টাকা করে পেতেন সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি:-

যেসমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা কন্ট্রাকচুয়ালি চাকরি করেন তাদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে তেনারা যে টাকা পেতেন সেই টাকার সঙ্গে এখন আরো অতিরিক্ত ৩০০০ অথবা ৩৫০০ টাকা পাবেন।

Leave a Comment