চকলেট কোম্পানির হয়ে প্যাকিং-এর কাজ করে রোজগারের সুযোগ রয়েছে। বেতনের পাশাপাশি রয়েছে অনান্য সুবিধা।
অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় মাসে প্রায় ২০,০০০/- টাকা রোজগারের সুযোগ করে দিল দেশের চকলেট কোম্পানিগুলি(Chocolate Company)। এর পাশাপাশি মিলবে অন্যান্য সুবিধা। আপনি যদি এই রাজ্যের চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং অষ্টম শ্রেণী পাস করে ভালো মানের একটি চাকরির খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য।
কোন পদে নিয়োগ করা হচ্ছে? কী কাজ করতে হবে? মাসিক বেতন কত পাবেন? কোথায় কাজ করতে হবে? কোন কোন যোগ্যতা থাকলে তবেই আবেদন করতে পারবেন? কারা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন? ইত্যাদি সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে নিন এই প্রতিবেদন থেকে।

বর্তমানে দেশে অষ্টম শ্রেণী পাস(8th pass) যোগ্যতায় বিভিন্ন চাকরির সুযোগ থাকলেও অনেক সময় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেই কাজে যোগদান করতে পারেন না। এর পাশাপাশি এত কম যোগ্যতায় কাজের বিজ্ঞপ্তিও খুবই কম প্রকাশিত হয়। বর্তমানে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই পরিচিত চকলেট কোম্পানির হয়ে প্যাকিং(Packing) এর কাজ করে রোজগারের সুযোগ রয়েছে। আসুন, তাহলে এই চাকরি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
কোন পদে নিয়োগ করা হচ্ছে?
হেল্পার(Helper) এবং অ্যাসিস্ট্যান্ট স্টাফ(Assistant Staff)
কী কাজ করতে হবে?
আমাদের সকলের পরিচিত চকলেট কোম্পানি গুলির মধ্যে রয়েছে ডেইরি মিল্ক,কিট-ক্যাট, ৫ স্টার ইত্যাদি। এই কোম্পানিগুলির পক্ষ থেকেই প্যাকিংয়ের কাজে নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের। প্যাকিং এর পাশাপাশি লেবেলিং, সিল, স্ক্যানিং ইত্যাদি কাজও করতে হতে পারে।
মাসিক বেতন কত পাবেন?
প্রতিমাসে বিনামূল্যে থাকা এবং খাওয়ার পাশাপাশি ১৫,৫০০/- থেকে ১৭,০০০/- বেতন হিসেবে পেয়ে যাবেন প্যাকিং(Packing) কর্মীরা।
কোথায় কাজ করতে হবে?
কলকাতার মধ্যে থেকেই এই কাজ করতে হবে।
কতক্ষণ কাজ করতে হবে?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে কর্মীদের।
শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম অষ্টম শ্রেণী এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অন্য কোনো ধরনের বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই।
আপনার বয়স যদি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই পদের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন।
কারা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন?
যেকোনো পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন।
কীভাবে আবেদন করবেন?
নিচে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে আবেদন করতে হবে। যেসব চাকরিপ্রার্থীরা আগে কল করবেন, তারাই এই কাজের জন্য অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে বলে রাখি, এই পদে চাকরি পাওয়ার জন্য মাত্র ১০টি শূন্যপদ রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই নম্বরে ফোন করে আবেদন করে ফেলুন।
প্রয়োজনীয় মোবাইল নম্বর : 8902945593 ( কল করার সময় সকাল ১০টা থেকে রাত ৮টা )
পোস্ট অফিসের এই স্কিমে লাখপতি বানাবে আপনাকেও মাত্র ১৬৬ টাকা করে দিয়েই ৮ লাখের রিটার্ন!
- আরোও পড়ুন