গাড়ির চালান কাটার পর সময়মতো জরিমানা জমা না করলে কি হবে, জেনে নিন।

Follow Google News

বর্তমান সময়ের সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতব্যাপী ট্রাফিক আইন ভঙ্গ করা হলে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। ভুল করে কিংবা অসাবধানতা বশত ট্রাফিক আইন ভঙ্গ করা হলে নাগরিকদের একটি নির্দিষ্ট অংকের জরিমানা জমা দিতে হয়। বর্তমানে ট্রাফিক আইন ভঙ্গ করা হলে যে ব্যক্তি আইন ভঙ্গ করেছেন তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে অনলাইনে চালান কাটা হয়। নিয়ম অনুসারে, নির্দিষ্ট সময়ে চালানে উল্লিখিত অর্থ জমা করা আবশ্যক, কিন্তু যদি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা না জমা করা হয় তবে কি হতে পারে? আজকের এই প্রতিবেদনটি পড়লেই সঠিক সময়ে জরিমানা জমা না করলে কি হতে পারে তা সম্পর্কে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। শুধু তাই নয়, আজকের এই প্রতিবেদনটিতে অনলাইনে মারফত চালান জমা করার পদ্ধতিও উল্লেখ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

জরিমানা জমা না করলে কি হবে: অনলাইনে চালান কাটার পর আপনি যদি সঠিক সময়ে জরিমানা জমা না করেন তবে আপনাকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হবে। অনলাইনে চালান কাটার পাঁচ বছরের মধ্যে যদি আপনি জরিমানের অর্থ জমা না করেন তবে পরবর্তী সময়ে আপনার গাড়িটি বিক্রি করতে চাইলে আপনি গাড়ির মালিকানা বদল করতে পারবেন না। শুধু তাই নয়, জরিমানার অর্থ জমা না করলে আপনি পরবর্তীতে আর কখনোই গাড়ির ইন্সুরেন্স করাতে পারবেন না। এছাড়াও আপনি কখনোই আপনার গাড়ির পলিউশন চেক এবং পলিউশন সার্টিফিকেট ইস্যু করাতে পারবেন না।

আরও পড়ুন: ৪ ঠা জুন বন্ধ হচ্ছে গুগল পে। আপনার গুগল পে অ্যাকাউন্টের কি হবে?

জরিমানা জমা করবেন কিভাবে: অনলাইনে চালান কাটা হলে আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমেই জরিমানা জমা করতে পারবেন। এক্ষেত্রে জরিমানা জমা করার জন্য আপনাকে রাজ্যের পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://transport.wb.gov.in/about-us/department-at-a-glance/corporation/wbtc/wbstc/ -এ যেতে হবে। এরপর এই ওয়েবসাইটে গিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর বা ড্রাইভিং লাইসেন্স -এর নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে। ওয়েবসাইটে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হলে আপনি আপনার বকেয়া চালানগুলি দেখতে পারবেন এবং ইউপিআই কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে এই অর্থ জমা করতে পারবেন।

এছাড়াও মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://morth.nic.in/ -এর মাধ্যমেও আপনারা জরিমানার অর্থ জমা করতে পারবেন। যদিও এক্ষেত্রে চালান কাটার ৬০ দিনের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে অর্থ জমা করতে হবে। তবে আপনি যদি অনলাইনের মাধ্যমে জরিমানা জমা করতে না পারেন তবে থানায় গিয়ে জরিমানার অর্থ জমা করতে পারবেন।

Vehicle Challan (গাড়ির চালান)

প্রসঙ্গত উল্লেখ্য, অনলাইনে চালান কাটানোর পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি জরিমানার অর্থ জমা না করেন তবে আপনার গাড়িটিকে ব্ল্যাকলিস্টেড করা হয়, আর তাতেই যত সমস্যার সূত্রপাত। আর আপনার গাড়িটিকে ব্ল্যাকলিস্টেড করা হলে গাড়ির পলিউশন চেক বা পলিউশন সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে গাড়ির ইন্সুরেন্স এবং মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে।

string(118) ""