ABC Card কি এবং এটি কেন প্রত্যেক স্টুডেন্টদের বানানো প্রয়োজন? কিভাবে বানাবেন এই ABC কার্ড?

আপনি যদি একজন স্টুডেন্ট হন তবে আপনি নিশ্চয়ই ABC Card বা ABC ID এর কথা শুনেছেন। কি এই ABC Card? কেন আপনি এই আইডি কার্ড তৈরি করবেন? কিভাবেই বা এই কার্ড আপনি বানাবেন সমস্ত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

ABC Card কি?

ABC Card বা ABC ID হলো স্টুডেন্টদের জন্য তৈরি করা একটি আইডি কার্ড। ABC এর ফুল ফর্ম হলো Academic Bank of Credits. সহজ ভাষায় বলতে গেলে আপনি যখন কোনো ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলেন তখন সেই অ্যাকাউন্টে আপনাদের সারা জীবনের সমস্ত সেভিংস জমা হয়। ঠিক তেমন করেই এই অ্যাকাডেমিক কার্ডে আপনার সারাজীবনের অ্যাকাডেমিক স্কোর জমা হবে এবং ভবিষ্যৎ জীবনে আপনি আই কার্ড বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। UGC এর নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ১৮ বছরের ঊর্দ্ধে থাকা ছাত্র-ছাত্রীদের এই কার্ড তৈরি করা ম্যান্ডেটারি।

ABC Card কেন বানানো প্রয়োজন।

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই কার্ড বানানো থাকলে আপনারা অনায়াসে এক কোর্স থেকে অপর কোর্সে মুভমেন্ট করতে পারবেন। আরো ভালো করে বললে, ধরুন আপনি ইংরেজি বিষয় নিয়ে দুবছর পড়াশোনা করার পর আপনার মনে হলো যে আপনি কোনো কারণ বসত কোর্সটি কন্টিনিউ করতে পারছেন না আপনি একবছর গ্যাপ দিতে চান। সেক্ষেত্রে আপনি যখন একবছর পর আবার কোর্সটি কন্টিনিউ করতে চাইবেন তখন যেখান থেকে কোর্সটি ছেড়েছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি যদি এক বছর গ্যাপ দেবার পর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হতে চান তখন একই কোর্সে তৃতীয় বর্ষে আপনি এই কার্ডের মাধ্যমে ভর্তি হতে পারবেন। তাছাড়াও ভবিষ্যতের চাকরি-বাকরির জন্যও এই ABC Card খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ABC CardAcademic Bank of Credits
ABC Card অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক
ডিজিলকার ওয়েবসাইটলিঙ্ক
ডিজিলকার অ্যাপলিঙ্ক

কাদের কাদের এই ABC Card তৈরি করা প্রয়োজন?

UGC এর নোটিফিকেশন অনুযায়ী, প্রত্যেক ১৮ বছরের ঊর্দ্ধে থাকা ছাত্র-ছাত্রীদের এই কার্ডে আবেদন করা জরুরি। ইতিমধ্যেই রাজস্থান বিশ্ববিদ্যালয় এই কার্ড ম্যান্ডেটারি করে দিয়েছে নতুন স্টুডেন্টদের জন্য। বলা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যেই এই কার্ডকে ভারতের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ম্যান্ডেটারি করে দেবে।

কিভাবে আবেদন করবেন এই কার্ড?

আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, আর আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তবে আপনি অনায়াসে এই কার্ড তৈরি করে নিতে পারবেন ঘরে বসে। কিভাবে আবেদন করবেন নীচে পয়েন্ট করে বলা হলো,

ABC Card apply DigiLocker
  • সবার প্রথমে আপনাকে DigiLocker ওয়েবসাইটে যেতে হবে, আপনি চাইলে DigiLocker মোবাইল অ্যাপের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
  • ওয়েবসাইটের হোম পেজ খুললেই ডানদিক কর্ণারে আপনি Sign in ও Sing up অপশন দেখতে পাবেন। আপনার যদি DigiLocker অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা থাকে তবে Sign in করে অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি না থাকে Sing up করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন।
  • অ্যাকাউন্ট ওপেন করার পর বাঁদিকে থাকা Search Documents অপশনে ক্লিক করে সার্চ বক্সে ABC ID লিখে সার্চ করুন। এরপর নীচে আসা ABC ID Card – Academic Bank of Credits অপশনে ক্লিক করুন।
  • নেক্সট পেজে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে নীচে থাকা Get Document অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার মোবাইলে একটি PDF ডাউনলোড হয়ে যাবে। সেটাই আপনার ABC আইডি।
How to make this ABC Card

এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ABC আইডি কার্ড তৈরি করে নিতে পারেন। ভবিষ্যতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করতে চলেছে তাই আর দেরি না করে আজই এই কার্ডের জন্য আবেদন করুন।

Leave a Comment