শুরু করুন এগ্রি ট্যুরিজম এর ব্যবসা। অল্প ইনভেস্টে মাস শেষে কামান ভালো পরিমাণ টাকা।

আপনি কি ব্যবসার জন্য নতুন আইডিয়া খুঁজছেন। ভাবছেন কম পুঁজিতে কি ব্যবসা করা যায়? যাতে কম্পিটিশন কম থাকবে আবার লাভের পরিমাণ বেশি থাকবে। যদি এমনটা ভেবে থাকেন তবে আপনার সঙ্গে আজ শেয়ার করে নিব এগ্রি ট্যুরিজম ব্যবসার বিস্তারিত। কি এই এগ্রি ট্যুরিজম ব্যবসা? কিভাবে শুরু করবেন? লাভই বা কত? সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের প্রতিবেদন।

এগ্রি ট্যুরিজম ব্যবসা কি?

আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন বা আপনার যদি নিজস্ব জমি থাকে তবে আপনি খুব সহজে এই ব্যবসায় নামতে পারবেন। শহরের মানুষ ও বিদেশের মানুষের মনে কৌতুহল থাকে ঠিক কিভাবে কৃষিকাজ করা হয়ে থাকে? তাই বহু পর্যটক গ্রামে ভ্রমণ করতে আসেন। আপনাকে সেই সমস্ত পর্যটকদের কৌতুহল নিবারন করতে হবে। তাদেরকে জমির কাজ এবং গ্রাম ঘুরিযে দেখাতে হবে যার বদলে তারা আপনাকে অর্থ প্রদান করবে।

Agri Tourism business.

এগ্রি ট্যুরিজম ব্যবসা শুরু করবেন কিভাবে?

সবার প্রথমে জানিয়ে রাখি এই ব্যবসা শুরু করবার জন্য আপনার জমি থাকার প্রয়োজন নেই। আপনি আপনার অঞ্চলের কিছু কৃষকদের সঙ্গে করে এই ব্যাবসা শুরু করতে পারেন যাতে তারা এই বিজেনেসে আপনাকে সাহায্য করবে তাদের জমি পরিদর্শন করতে দিয়ে। এতে আপনার ব্যবসা বাড়বে এবং সেই কৃষকদেরও অতিরিক্ত আয়ের একটি রাস্তা খুলে যাবে। এসবের শেষে আপনাকে অনলাইন অথবা অফলাইন ক্যাম্পেনিং করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে হবে যারা গ্রামের কৃষিকাজ নিয়ে কৌতুহলি।

আরও পড়ুন:- ইনকাম ট্যাক্স রিটার্ন কাদের ভরা প্রয়োজন। ITR ফাইল করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন।

এগ্রি ট্যুরিজম ব্যবসার ভবিষ্যৎ কি?

ভারতে এই ব্যবসা এখনো পর্যন্ত সেভাবে মাথা চারা দিয়ে না উঠলেও বিদেশে এই ব্যবসার বাজার রমরমিয়ে বাড়ছে। আমেরিকায় এই ব্যবসার পরিধি ৭ হাজার ৯০০ কোটি টাকা। ভারতে যে এই ব্যবসা একদমই নেই তা নয়, গতবছর সার্ক ট্যাঙ্কে পান্ডুরাম তাওরে বলে একজন কৃষক এসেছিলেন যিনি কৃষি কাজের পাশাপাশি এগ্রি ট্যুরিজম এর ব্যবসাও করেন। মাত্র ২ বছরে তার কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। ভারতে যেহেতু এই ব্যবসা নতুন তাই আপনি অনায়াসে এই ব্যবসার শুরু করতে পারেন।

এগ্রি ট্যুরিজমে ইনকাম কিভাবে হয়?

সবার প্রথমে যারা আপনার জমি দেখতে আসবে তাদের এই পরিদর্শনের জন্য আপনি একটা টাকা ধার্য করবেন। এরপর আপনি সেই সমস্ত ব্যাক্তির কাছে আপনার জমির ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার নিজের টিমের তৈরি হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি করার মধ্যে দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি আরো বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে।

আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যপার

  • আপনি এই ব্যবসায় নামার আগে আপনাকে দুটি বিষয়ে বিস্তারিত জেনে রাখতে হবে প্রথম কৃষিকাজ এবং দ্বিতীয় ট্যুরিজম, কারন এর মধ্যে কোনো একটি আপনার জানা না থাকলে আপনি এই ব্যবসায় সঠিক ভাবে উন্নতি করতে পারবেন না।
  • সমস্ত ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ লিগাল পারমিশনের প্রয়োজন হয়, সবার প্রথমে সেগুলোর জন্য আবেদন করতে হবে। বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন রকম পারমিশনের প্রয়োজন পরে।
  • এগ্রি ট্যুরিজম ব্যবসা শুরু করতে হলে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো হোটেল বা থাকার জায়গা। স্বাভাবিকভাবে গ্রামে সেরকম কোনো হোটেল থাকে না তাই আপনাকে এই দিকটা মাথায় রাখতে হবে। আপনার জমি পরিদর্শন করতে যারা আসবে তাদের জন্য ভালো থাকার জায়গার ব্যবসা করতে হবে।

সমস্ত ব্যবসার মতন‌ই এই ব্যবসাতেও অনেক রকমের ছোটো খাটো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে। কিন্তু ভারতে এগ্রি ট্যুরিজম প্রতিবছর ২০% হারে বাড়ছে। তাই যদি নতুন ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন তবে আর দেরি না করে আজই শুরু করুন এই ব্যবসা।

Leave a Comment