আমার বিল আমার অধিকার প্রকল্প কি? আপনি কিভাবে এই প্রকল্পে অংশগ্রহন করতে পারবেন?

ভারত সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্পের কথা আমরা জানি। যার মধ্যে পিএম কিষাণ যোজনা থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সমস্ত রকম প্রকল্পই আসে। আজ আমরা ভারত সরকারের একটি অন্যরকম প্রকল্প নিয়ে আলোচনা করবো। যে প্রকল্পের আওতায় ভারত সরকার প্রকল্পের অংশগ্রহনকারীদের ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত দিয়ে থাকে। কি এই আমার বিল আমার অধিকার প্রকল্প? কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

আমার বিল আমার অধিকার প্রকল্প কি?

আমার বিল আমার অধিকার প্রকল্প ভারত সরকারের একটি প্রকল্প। আমরা যখন দোকান থেকে কোনো জিনিস কিনি তখন দোকানদার ট্যাক্স বাঁচানোর চক্করে আমাদের সম্পূর্ন বিল দেন না। আরো সহজ করে বলতে গেলে একটি সম্পূর্ন বিলে সেই জিনিসের সঙ্গে GST এর পরিমাণও লেখা থাকে। কিন্তু দোকাদার চালাকি করে সাধারণ জনগনকে সম্পূর্ন বিল না দিয়ে নিজে GST বাঁচায়। এই সমস্যার সমাধান করতেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে আসে।

Mera Bill Mera Adhikaar

এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহন করতে পারবে?

এই প্রকল্পে অংশ গ্রহন করার জন্য দুটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে আমার বিল আমার অধিকার অ্যাপ এবং অপরটি আমার বিল আমার অধিকার ওয়েবসাইট। আপনাকে কোনো জিনিস কেনার পর সেই জিনিসের বিল বা ইনভয়েসের ছবি সেই অ্যাপ বা ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। একজন ব্যাক্তি ১ মাসে মোট ২৫ টি বিল আপলোড করতে পারবে।

কতোজনকে এই প্রকল্পের আন্ডারে পুরস্কৃত করা হবে?

যারা যারা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই প্রকল্পে অংশ গ্রহন করবে তার মধ্যে প্রতি মাসে ৮১০ জন ব্যাক্তিকে পুরস্কৃত করা হবে। যার মধ্যে ৮০০ জন ব্যাক্তিকে ১০ হাজার টাকা এবং বাকি ১০ জন ব্যাক্তিকে ১০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতি তিনমাসে ২ জন ব্যাক্তিকে ১ কোটি টাকা করে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন:- চাল কিনতে মাথায় হাত? কেন্দ্র সরকার দেবে ২৯ টাকা কেজি চাল। কিনবেন কিভাবে?

পুরস্কৃত ব্যাক্তিদের চিহ্নিতকরন করা হবে কিভাবে?

যারা যারা এই প্রকল্পে অংশগ্রহন করবে সকলের মধ্যে বাছাই হবে এবং সেই বাছাইয়ে যেসমস্ত ব্যাক্তিকে চিহ্নিত করা হবে তারাই পুরস্কার পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করার জন্য আগে ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং আপনি সেই সমস্ত বিলই আপলোড করতে পারবেন যার মূল্য ২০০ টাকার বেশি হবে।